সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭


আগামী সংসদ নির্বাচন বর্তমান ইসির অধীনেই হবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনগুলোর নেতাদের দুইদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

দেশে কোনোভাবেই আর তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।’ এর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বলে আন্দোলন করছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন ইসির অধীনেই অনুষ্ঠিত হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘জনগণ যদি আমাদের ভোট না দেয়, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে স্যালুট করে চলে যাব। ২০০১ সালেও আমরা সেটি করেছিলাম। কিন্তু, ২০০১ থেকে ছয় সালে ক্ষমতায় থেকে বিএনপি ব্যর্থ হয়েছিল। তাই জনগণ তাদের সঙ্গে নেই, জনগণ এখন আওয়ামী লীগের সঙ্গে। জনগণকে নিয়েই আমরা দেশের উন্নয়নের কাফেলা এগিয়ে নিয়ে যাব।’

অনুষ্ঠানে আইডিইবির সভাপতি একেএম এ হামিদ, সাধারণ সম্পাদক শামছুর রহমান, আব্দুল মোতালেবসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ