রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১১ জিলকদ ১৪৪৫


সুতরা পাওয়া না গেলে নামাজরত ব্যাক্তির সামনে দিয়ে যাওয়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদে জামাতে নামাম শেষ হওয়ার পর মানুষ সুন্নত নফল নামায পড়তে থাকে। সাধারণত তখন তারা তাদের সামনে সুতরা রাখে না। অন্যান্য মুসল্লীদের মধ্য থেকে কেউ কেউ নামাযরত ব্যক্তির সামনে দিয়ে চলে যায়। অনেকে আবার বসে অপেক্ষা করতে থাকে।

মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, নামাযরত ব্যক্তির সামনে দিয়ে সুতরা ব্যতীত অতিক্রম করা যাবে? বিষয়টি জানিয়ে বাধিত করবেন।

উত্তর নামাযরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মাকরূহ তাহরীমি। হাদীসে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আবূ জুহাইম রা. বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-

لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرّ بَيْنَ يَدَيْهِ.

নামাযী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানত যে, এটা তার কত বড় অপরাধ তাহলে সে চল্লিশ (দিন/মাস/বছর) অপেক্ষা করত। এবং এই অপেক্ষা করাটা তার জন্য মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে উত্তম হত। -সহীহ বুখারী, হাদীস ৫১০

এক্ষেত্রে ফকীহগণ বলেন, যদি নামাযী ব্যক্তির সামনে সুতরা স্থাপন করা না থাকে, তাহলে যদি তা বড় কোনো খোলা ময়দান কিংবা বড় মসজিদ (যার পূর্ব-পশ্চিমের দৈর্ঘ্য অন্তত চল্লিশ হাত) হয় তাহলে নামাযী ব্যক্তির দাঁড়ানোর স্থান থেকে দুই কাতার পর থেকে চলাচল করা যাবে। আর এর চেয়ে ছোট মসজিদ অথবা ঘরে নামায পড়লে সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। অবশ্য যদি সুতরা থাকে তাহলে এর সামনে দিয়ে অতিক্রম করা যাবে।

-আলমাবসূত, সারাখসী ১/১৯২; জাওয়াহিরুল ফাতাওয়া, পৃ. ১২৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৫৯; তাবয়ীনুল হাকায়েক ১/৪০১; ফাতহুল কাদীর ১/৩৫৪; শরহুল মুনইয়া, পৃ. ৩৬৭; আলবাহরুর রায়েক ২/১৫; মাজমাউল আনহুর ১/১৮৩; রদ্দুল মুহতার ১/৬৪৩

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ