মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

‘আলোকিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা.-এর আদর্শ বাস্তবায়ন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বব্যাপী অশান্তি, দুর্দশাগ্রস্ত জাতিকে সঠিক পথে পরিচালনা করতে হলে সর্বক্ষেত্রে নববী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই। বিশ্বব্যাপী অশান্তির দাবানলে জাতি ভুস্মিভূত হচ্ছে।

কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। এহেন পরিস্থিতিতে রাসূলে আরাবী সা. এর আদর্শ প্রতিষ্ঠা ছাড়া জাতির মুক্তি নেই। সামাজিক অবক্ষয় রোধ, অন্যায়-জুলুম ও অনৈতিকতার হাত থেকে দেশকে রক্ষা করে ইনসাফপুর্ণ, শান্তিময় ও সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদেরও রাসুল সা. এর আদর্শকে অনুসরণ করতে হবে জীবনের সকলক্ষেত্রে।

আজ ৯ অক্টোবর রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের জিনজিরাস্থ আইএবি মিলনায়তনে সীরাতুন্নবী সা. উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসাইন।

সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় ‘সীরাতুন্নবী সা. উপলক্ষে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার ও হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, যুগ্ন সম্পাদক অধ্যাপক ডা.মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন। এতে জেলা, থানা ও সকল জিম্মাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ