বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ইভিএমকে ব্যবহার করার চক্রান্ত চলছে: মুসলিম লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় নির্বাচনে বিভিন্ন ভাবে ইভিএম ব্যবহার করেও জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হওয়ায় জার্মানী, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ফ্রান্স ইতালী, আয়ারল্যান্ডের মত অনেক উন্নত প্রযুক্তি সমৃদ্ধ রাষ্ট্র ইভিএম বাতিল করে দিয়েছে।

আজ রোববার বাদ যোহর বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী, বাংলাদেশের দ্বিতীয় সংসদের সংসদ সদস্য কাজী আব্দুল কাদেরের ২০তম মৃত্যুবার্ষিকীতে দলীয় উদ্যোগে দলের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজার সভাপতিত্বে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় দলীয় নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন, দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিঃ মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী , কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুল খালেক, মুফতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনছার আলী, মোঃ মামুন প্রমুখ। সভা শেষে মরহুম কাজী কাদেরের স্মৃতিচারণ পূর্বক তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর মধ্যে আয়ারল্যান্ড ৫১মিলিয়ন পাউন্ড ব্যয় করার পরও জনগণের আস্থা ও স্বচ্ছতার অভাব পর্যবেক্ষণ করে ইভিএমে ভোটের ব্যবস্থা বাতিল করেছে; বাংলাদেশে নির্বাচন কমিশনও আয়ারল্যান্ডের পথেই হাঁটছে।

তথ্যপ্রযুক্তি, শিক্ষার হার, নাগরিকদের সচেতনতা ইত্যাদি বিষয়ে এসকল দেশ থেকে পিছিয়ে থাকলেও, আমরা কেন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ইভিএমে ব্যয় করতে চাইছি তা জাতীর বোধগম্য নয়! ইভিএমকে জনস্বার্থে সুষ্ঠু ভোটের জন্য নয় বরং কতিপয় গোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহারের চক্রান্ত চলছে বলে বাংলাদেশ মুসলিম লীগ মনে করে।

নির্বাচন কমিশনের সাথে সংলাপে অধিকাংশ রাজনৈতিক দল ও অংশীজন ইভিএমে ভোটের বিপক্ষে মতামত রাখলেও, আরও ইভিএম ক্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য ৯হাজার কোটি টাকা নতুন করে ব্যয়ের পরিকল্পনা অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক পর্যায়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ একটি প্রকল্পের জন্য রাষ্ট্রের এই বিপুল অর্থ অপচয় মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ