বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

বিএনপির আমলে আন্তর্জাতিক কোনো নিষেধাজ্ঞা আসেনি: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি সরকারের আমলে আন্তর্জাতিক সম্প্রদায়ের থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা আসেনি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে, সেটাকে আড়াল করতে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে মতবিনিময় সভায় বলেছেন- ‘বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে’।

তিনি বলেন, বিএনপির আমলে যদি সত্যিকার অর্থেই কোনো অন্যায় হতো, কোনো নৃশংসতা হতো, তাহলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে নিষেধাজ্ঞা আসতো। কিন্তু বিএনপির সময়ে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আসেনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, তিনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন। র্যাব-পুলিশ দিয়ে গণমাধ্যমকে হুমকি দিতে পারেন, তারপরও তো আন্তর্জাতিক সম্প্রদায় চোখ বন্ধ করে রাখেনি। তিনি আজকে গোটা জাতিকে জিম্মি করে রেখেছেন।

বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আজকে প্রতিবছর কোটি কোটি টাকাপাচার হচ্ছে। একটা দরজা-জানালার পর্দার দাম ২২ লাখ টাকা ধরা হচ্ছে। আজকে জনগণের টাকায় খিচুড়ি রান্না ও পুকুর কাটা শিখতে সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন।

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় তহবিল নিয়ে যে নয়-ছয় এবং এর মাধ্যমে সরকারের দুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে। আর সেটাকে আড়াল করতে এখন বলছে যে, বিএনপি আমলের দুর্নীতি সবাইকে জানতে হবে।

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, তাদের (বর্তমান সরকার) অবৈধ সত্তা। তারা যে ক্ষমতায় আছে তাদের কোনো নির্বাচনী বৈধতা নেই। এই অবৈধ সত্তার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় ও দেশের মানুষ তাদের ধিক্কার দিচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ