মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

বাংলাদেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রবিবার ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির আমন্ত্রণে জাতীয় পার্টির (জাপা) সাথে অনুষ্ঠিত এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতরা এ অভিমত জানিয়েছেন।

চার্লস হোয়াটলির রাজধানীর গুলশানের বাসভবনে জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতে জাতী পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় এসেছে বিএনপি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চায়। আমরা বলেছি জাপা এই ধরনের সরকারে বিশ্বাস করে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চাইলে দলীয় সরকারও পারে। এটা আন্তরিকতার প্রশ্ন। ইইউ রাষ্ট্রদূতরা বলেছেন, তোমাদের নির্বাচন তোমরাই করবে। আমরা করব না। যেহেতু বাংলাদেশের সঙ্গে ইইউ সদস্য রাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য আছে। আমরা চাই বাংলাদেশে একটা গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন হোক।

মুজিবুল হক চুন্নু বলেন, ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই বৈঠক হয়েছে। পরে গিয়ে দেখি সদস্য রাষ্ট্রের সব রাষ্ট্রদূতেরা এসেছেন। এই বৈঠক জাপার জন্য খুবই সম্মানের। বৈঠকে আমরা আরো বলেছি, আওয়ামী লীগ ও বিএনপি বড় পার্টি। এরপরই জাপার অবস্থান। আমরা যদি ক্ষমতায় আসি তা হলে আমরা চলমান সরকার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনব। যেমন এখানে এক ব্যক্তির শাসন। যিনি প্রধানমন্ত্রী, তিনিই সংসদ নেতা, তিনি নির্বাহী ক্ষমতার প্রধান। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া যায় না। আমরা ক্ষমতায় আসলে আমরা এসব বিষয়ে পরিবর্তন আনব। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে।

হোয়াইটলির আমন্ত্রণে প্রাতরাশ বৈঠকে যোগ দেন জি এম কাদের। এ সময় জি এম কাদেরের সাথে ছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, জাপা চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা।

প্রাতরাশ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফ্রান্স রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ