বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

ধানমন্ডিতে নিষেধাজ্ঞা, বেড়িবাঁধে সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল এলাকায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এখন মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সমাবেশ করবে দলটি।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় মোহাম্মদপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিতে বিএনপির সমাবেশ হওয়ার কথা থাকলেও একইস্থানে এবং একই সময়ে কর্মসূচির ঘোষণা দেয় যুবলীগ। ফলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ ধানমন্ডিতে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়। ধানমন্ডির পরিবর্তে বিএনপিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।

শায়রুল কবির খান জানান, ধানমন্ডির বাংলাদেশ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পাশে বিএনপির পুর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকার পরও যুবলীগ পাল্টা কর্মসূচি দেয়। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটার আশঙ্কায় ডিএমপির তরফ থেকে সভা-সমাবেশ না করার জন্য জানানো হয়। তবে ডিএমপি থেকে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের মাঠে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী আজ দুপুরে সমাবেশ হবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এক চিঠিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের ১৬ স্থানে তারা সমাবেশ করবে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নারায়ণগঞ্জে যুবদলের শাওন এবং ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় দলটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ