বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ আলোকিত সাইকেল পথ: পরিবেশবান্ধব প্রযুক্তিতে পোল্যান্ডের অনন্য উদ্যোগ ডাকসুতে আচরণবিধি লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনার দাবি প্রেশার কখন মাপা উত্তম: স্বাস্থ্য সচেতনতায় সঠিক সময়ের গুরুত্ব ‘তরুণদের মধ্যে প্রবীণদের উপেক্ষার প্রবণতাটা খারাপ’  নওমুসলিমের হৃদয়ছোঁয়া গল্প : আলোকের পথে আত্মিক যাত্রা (প্রথম পর্ব) মরচে পড়া লোহা ও টিটেনাস: আতঙ্কের কারণ কী? আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ  স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন নজরুলের ইসলামি চেতনার পাঁচটি কবিতা জেদ্দায় খেলাফত মজলিস আমিরের সংবর্ধনা ও দোয়া মাহফিল

ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব ।।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও সৃজন একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় ব্যাচ উদ্বোধনী ক্লাসের মাধ্যমে শুরু হয়েছে।

আজ শুক্রবার কোর্স সমন্বয়ক আমিন ইকবালের পরিচালনায় উদ্বোধনী ক্লাস নেন গদ্য শিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

দ্বিতীয় ব্যাচে ক্লাস করাবেন বাংলাদেশ সেন্টার ফর দাওয়াহ’র চেয়ারম্যান মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার, আহমদ সেলিম রেজা। লেখক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক আশরাফুল আলম পিন্টু, অদ্রির পরিচালক বি এম হারিস, দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশারাফ প্রমুখ।

ইতিমধ্যেই আওয়ার ইসলাম ও সৃজন একাডেমি'র যৌথ উদ্যোগে তাদের প্রথম ব্যাচটি সমাপ্ত হয়েছে। কোর্স শেষে সমাপনী পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আজকের ক্লাস শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন— আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব ও সৃজন একাডেমি'র পরিচালক আমিন ইকবাল।

তাছাড়াও উপস্থিত ছিলেন, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, মালিবাগ চৌধুরীপাড়ার মুহতামিম, মুফতি মাহফুজুল হক কাসেমী, ঢাকা মেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, মাসিক নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ, আমার বার্তার সহকারী সম্পাদক মাসুউদুল কাদির প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ