সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক-মুয়াজ্জিন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনার হোগলাডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জের মো. কাউসার হোসেনের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)। তিনি রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়ার মো মোস্তফার ছেলে মো. বেলাল হোসেন (২৪)। তিনি রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনের মোড়ে বেপরোয়া একটি বাসের চাপায় তারা নিহত হন। ঘটনার পর থেকে প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, নিহতরা রাজবাঁধের ভেতর থেকে মেইন রোডে মোটরসাইকেলে উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়ি সাতক্ষীরার দিক থেকে খুলনার দিকে আসছিল। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ