বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


চট্টগ্রাম উত্তর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: ছাত্র জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর থেকে হাটহাজারী পৌরসভাস্থ কনক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উত্তর জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক গোলাম হায়দার সাব্বির এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সুহাইল মাহবুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।

সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে জেলার অধিনস্থ বিভিন্ন উপজেলা থেকে আগত উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সুহাইল মাহবুবকে সভাপতি, গোলাম হায়দার সাব্বিরকে সাধারণ সম্পাদক ও যুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ