বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১২ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক স্কলার্স সেমিনারে বাংলাদেশ ও ব্রিটেনের প্রতিনিধি ড. মাওলানা শুয়াইব আহমদ গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি দিল প্রকৌশল শিক্ষার্থীরা জাতিসংঘের কার্যালয় স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি: জমিয়ত সভাপতি  ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতির বিকল্প নেই : আহমদ আবদুল কাইয়ূম ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী মহাসম্মেলন শুক্রবার বদনজর ও কালো জাদু থেকে সুরক্ষার কোরআনি আমল নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ খিলক্ষেতে মসজিদের জন্য জমি বরাদ্দ দিল বাংলাদেশ রেলওয়ে ইফার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কওমি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ

রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছি, আজ মানবতার কথা বলি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক বক্তব্য অনেক দিয়েছি। আজ একটু মানুষের কথা বলি। সমাজ যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গুণীজনকে সম্মান করতে হবে। যে সমাজ গুণী মানুষের সম্মান নেই, সে সমাজে গুণী তৈরি হতে পারে না।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর রচিত ‘তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন হাছান মাহমুদ। পরে সাংবাদিকরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি এসব একথা বলেন।

মানুষের মানবিকতা, মমত্ববোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বস্তুগত উন্নয়নের মাধ্যমে আজ মানুষও বস্তুবাদী হয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী বস্তুগত উন্নয়ন আর কিছু যন্ত্রের ব্যবহার- এ দুটির কারণে মানুষও বস্তুকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং যন্ত্রের মতো আচরণ করছে। দিনদিন মানুষ থেকে মানবিকতা ও মমত্ববোধ হারিয়ে যাচ্ছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সমাজও হয়ে যাচ্ছে স্বার্থপর। আমরা উন্নত রাষ্ট্র হওয়ার চিন্তা করি। একটি উন্নত রাষ্ট্র হতে হলে আসলে যা হওয়া দরকার তা আমরা মানি না।

রাষ্ট্রকে মানবিক হওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, কেউ বৃদ্ধ হয়ে গেলে তার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। এটিই যেন নিয়তি। এটি সমাজের নিয়মও হয়ে দাঁড়িয়েছে। আমরা কি এমন উন্নত রাষ্ট্র চাই! আমি অন্তত চাই না। আমরা উন্নত রাষ্ট্র চাই । একই সঙ্গে মানবিক রাষ্ট্র চাই। রাষ্ট্রকে মানবিক হতে হলে মানবিকতার বিকাশ দরকার। নতুন প্রজন্মের কাছে এ বিষয়গুলো তুলে ধরা দরকার। অথচ তা তুলে ধরা হচ্ছে না।

তিনি বলেন, রাস্তা দিয়ে সারি-সারি গাড়ি চলে যাবে আর রাস্তার পাশে একজন মানুষ হাত পেতে দাঁড়িয়ে থাকবে, কেউ তাকে সাহায্য করতে দাঁড়াবে না- এমন সমাজের দরকার নেই। উন্নত দেশগুলোতে যেখানে কল্যাণরাষ্ট্র আছে, সেখানে রাষ্ট্র সবার বাসস্থান ও খাদ্যও নিশ্চিত করেছে। কিছু কিছু দেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। তবে যাদের ভিক্ষা করতে দেখা যায়, তারা আসক্ত।

সমাজ পরিবর্তনের পেছনে তরুণ প্রজন্মের করণীয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, নতুন প্রজন্ম যদি গুরুজনদের সম্মান না করে, পিতা-মাতাকে বোঝা মনে করে, তাহলে মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই এদের নিয়ে আমাদের ভাবতে হবে। মানুষ এবং রাজনীতিবিদরা যেন এগুলো নিয়ে চিন্তা করেন। আমি জানি এই কথায় সমাজ পরিবর্তন হবে না। কিন্তু মানুষ ভাববে। সবাই যদি ভাবে, তাহলেই কেবল পরিবর্তন সম্ভব।

-এএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ