বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ৮.৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০২ জন।। তবে এই সময়ে মৃত্যু হয়েছে একজনের। দেড় মাস পর গত তিনদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা চারশোর উপরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের।

আরো জানা যায়, নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ। আগের দিন এই হার ১০ দশমিক ৫৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ১৬ হাজার ১৪৫ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩৩৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ২১৭ জন করোনা রোগী সেরে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৪৮৪ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ