বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


উত্তরা-মতিঝিল পর্যন্ত ১০০ টাকা মেট্রোরেল ভাড়া খুব বেশি না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরা-মতিঝিল পর্যন্ত ১০০ টাকা মেট্রোরেল ভাড়া খুব বেশি না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেছেন, মেট্রোরেলে অনেক সুযোগ-সুবিধা আছে। এসি সুবিধা ও স্টেশনে সুন্দর পরিবেশে আছে। সুতরাং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১০০ টাকা খুব বেশি না।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

ড. শামসুল আলম বলেন, অনেকে ভাড়া নিয়ে কথা বলছেন। তারা বেইস কোনটা ধরছেন। কলকাতায় মেট্রোরেলে চড়েছি। এটা ৪০ বছর আগে হয়েছে। ৪০ বছর আগের ভাড়া আর এখনকার ভাড়া এক হবে না। মেট্রোরেল সংরক্ষণ ব্যয় অনেক বেশি। এ বিবেচনায় ১০০ টাকা হতেই পারে। তবে দেখতে হবে মেট্রোরেল সময়মতো চলে কিনা এটা যাতে মুড়ির টিন না হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ