রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলাজুড়ে সড়ক অবরোধ ও হরতাল ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী

দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপণ করবে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য চাই দূষণমুক্ত স্বচ্ছ পরিবেশ। আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের জীবনযাত্রার প্রাকৃতিক সঙ্গী। বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ বর্তমানে মাত্র ১৭ শতাংশ রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশের পরিবেশের ভারসাম্য ও সতেজতা ধরে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এসব বিষয়কে সামনে রেখে এ বছর দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ জানান, গত বছর থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তখন পুরো দেশব্যাপী ৬৮ হাজার বৃক্ষরোপন ও বিতরণ করি আমরা। এ বছরও যথারীতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে ইন-শা-আল্লাহ। এই কর্মসূচির অংশ হিসেবে ৫০ হাজার গাছ বিতরণ ও রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।

তিনি জানান, এ বছর দুইভাবে বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিষ্ঠান ভিত্তিক ও সংগঠন ভিত্তিক। মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজ কর্তৃপক্ষের আবেদন যাচাইপূর্বক এসব প্রতিষ্ঠানকে গাছের চারা প্রদান করা হবে। এছাড়া যেসব স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপযুক্ত স্থানে/স্থানীয় দরিদ্রদের মাঝে বৃক্ষরোপণ করতে আগ্রহী, সেসব সংগঠনের দায়িত্বশীলদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

তিনি আরো জানান, এখানে দেয়া গুগল ফরম পূরণ করে আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত গাছের আবেদন করা যাবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর আবেদন গৃহীত হোক বা না হোক দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করা হবে ইন-শা-আল্লাহ। ফরম লিঙ্ক: https://forms.gle/H8KRV8WREBRkx7iPA

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ