বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


বগুড়ায় টিসিবি'র পণ্য পাচারকালে আটক, একলাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাতে পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতা আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে একলাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের কহুলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি শুরু করেন। এসময় সেখান থেকে মেসার্স জান্নাতুল রিয়া এন্টারপ্রাইজের লোকজন টিসিবির পণ্যগুলো সরিয়ে ফেলেন। রাতে ওই মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পণ্যগুলো জব্দ করে। সেখান থেকে ৭৮ লিটার তেল, ৩৪ কেজি ডাল ও ২৭ কেজি চিনি উদ্ধার করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে সেখানেই উদ্ধারকৃত টিসিবির পণ্যগুলো দরিদ্র মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ