মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মহেশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি (কক্সবাজার): কক্সবাজারে দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটায় স্কেভেটার জব্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম।

২০ আগস্ট (শনিবার) বিকেল সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকার আশরাফ আলীর ঘোনায় অভিযান পরিচালনা করে মাটি কাটার একটি স্কেভেটর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে  জানা গেছে, আশরাফ আলী ঘোনায় প্রথমে অবৈধভাবে পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। পরে একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে।

ঐ পাহাড়ী এলাকা জনৈক প্রভাবশালী লোকের দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় আরেক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে। পাহাড় কাটার সাথে জড়িত লোকেরা প্রভাবশালী বিধায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় স্কেভেটারটি আটক করা হয়। আমরা আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়। এ সময় পাহাড় খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

তিনি আরও জানান, বিগত ২ মাস আগেও পাহাড় কাটার দায়ে ছোট মহেশখালীর এক ব্যাক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ