মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

লঞ্চে সন্তান প্রসব, আজীবন যাতায়াত ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দিবাগত রাত ১টায় লঞ্চের ডেকে লঞ্চে থাকা একজন ধাত্রী ও এক নার্সসহ সাত জন নারীর সহায়তায় ছেলে সন্তানের জন্ম দেন এই নারী। মা ও নবজাতক সুস্থ আছে। নবজাতকের নাম রাখা হয়েছে ইব্রাহীম খলিল উল্লাহ।

নবজাতকের পরিবারকে নগদ ১০ হাজার টাকা উপহার দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। পাশাপাশি প্রিন্স আওলাদ-১০ লঞ্চে ওই নবজাতক ও তার মা-বাবার যাতায়াত আজীবনের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে। লঞ্চের সুপারভাইজার জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

লঞ্চে সন্তান জন্ম দেওয়া নারীর নাম ঝুমুর বেগম। তার স্বামী হারিসুর রহমান নারায়ণগঞ্জে মুরগীর দোকানের কর্মচারী। ঝুমুরের বাড়ি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা গ্রামে। সন্তান প্রসবের নির্ধারিত সময় ছিল আরও ১৮ দিন পর। সেই প্রস্তুতি নিয়েই স্বজনদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এটা তার দ্বিতীয় সন্তান।

ঝুমুরের মা জানান, আর্থিক সংকটে আগেভাগে মেয়েকে বাড়িতে আনতে পারেননি। জামাইয়েরও আর্থিক অবস্থা ভালো নয়। এ কারণে নির্ধারিত সময়ের ১৮ দিন বাকি থাকতে বাড়ি আনার আগেই লঞ্চে সন্তান প্রসব করেছেন তার মেয়ে।

ধাত্রী সুফিয়া বানু বলেন, ‘ওই মেয়ের প্রসব বেদনা শুরু হলে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন নার্স এবং ৫ থেকে ৭ জন যাত্রী এগিয়ে আসেন। এরপর স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য যা যা দরকার তা করা হয়। এ সময় লঞ্চ থেকে সব ধরনের ওষুধ দেওয়া হয়। রাত ১টায় ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন ঝুরুমর। এখন মা ও তার সন্তান ভালো আছে।’

যাত্রী মো. রাকিব বলেন, ‘এ ধরনের ঘটনা ছাড়াও অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ জন্য লঞ্চে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া দরকার।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ