বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ভোলায় পানিতে ডুবে ৪ সন্তানের জননীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার
ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে কুলসুম বেগম (৩৫) নামের ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬টায় উপজেলার হাসান নগর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মির্জাকালু কাজিরহাট বাজারের পূর্ব পার্শে এ ঘটনা ঘটে। নিহত কুলসুম উপজেলার টবগী ইউনিয়নের আব্দুল ওয়াদুদ এর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলসুম বেগম আগে থেকেই মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। কাজিরহাট বাজারের পূর্ব পার্শে রাস্তার সাথেই একটি ঘরে থাকতেন তিনি।

ভোরে নিজ বাড়ীর পিছনে পুকুরে থালা-বাসন ধুতে গেলে পানিতে পড়ে যায়। পরে কুলসুম বেগমের শশুর মোঃ ছেলামত কাজী তাকে উদ্ধার করে। সেখানেই তার মৃত্যু হয় বলে জানায় পরিবারের সদস্যরা।

তবে, এ ঘটনায় কুলসুমের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ