বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মুফতী তৈয়ব কাসিমী’র ইন্তেকালে মুফতি মিযানুর রহমান সাঈদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাজধানীর এতিহ্যবাহী গবেষণা প্রতিষ্ঠান ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র শায়েখে সানী ও নাযেমে তালীমাত মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ইন্তেকালে শোক প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, স্বনামধন্য আলেমে দ্বীন মুফতি মিযানুর রহমান সাঈদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকাবার্তা তিনি বলেন, মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী আমার দীর্ঘ দেড় যুগের সহকর্মী। পূর্বে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার ও পরে মারকুযুশ শাইখের শুরু লগ্ন থেকে আমরা এক সঙ্গে পথ চলছি। তার মতো একজন বিদগ্ধ আলেমেদ্বীনকে হারিয়ে আমি বাকরুদ্ধ।

তিনি বলেন, মুফতী তৈয়ব ছাহেব ছিলেন প্রচার বিমুখ গবেষক আলেম, ছাত্র গড়ার নিপুন কারিগর। ইলমের প্রায় প্রতিটি শাস্ত্রেই তার উল্লেখযোগ্য মাহারাত ছিল। কঠিন থেকে কঠিন কিতাব তিনি সাবলীলভাবে ছাত্রদের সামনে তুলে ধরতেন। তাফসিরে বাইযাবি, শরহুল আকায়েদ, সহিহ বুখারী সানী, সুনানে তিরমিজি আউয়াল, সুনানে আবু দাউদের মতো গুরুত্বপূর্ণ কিতাব তিনি অত্যন্ত সুনামের সঙ্গে পড়িয়েছেন বছরের পর বছর। হাজার হাজার যোগ্য আলেম তার হাতে গড়ে উঠেছে।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, ইলমে তাসাউফেও তিনি ছিলেন সচেতন ও প্রাজ্ঞ এক রাহবার। হাটহাজারী মাদরাসা সাবেক শাইখুল হাদিস আল্লামা শাহ আবদুল আযীয রাহিমাহুল্লাহ তাকে খেলাফত ও ইজাযত দিয়েছিলেন। সবার কাছে দোয়া চাই, তাকে হারিয়ে আমরা যে অভাবের মুখোমুখি হয়েছি তা যেন আল্লাহ তায়ালা নিজ কুদরতি হাতে পূরণ করে দেন।

প্রসঙ্গত, মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী শনিবার দিবাগত রাত ২টার দিকে ইন্তেকাল করেন। আজ রোববার (১৪ আগস্ট) ফেনীর ধুমসাদ্দা রশিদিয়া ইসলামীয়া মাদরাসায় বাদ আসর তার জানাযা অনুষ্ঠিত হবে।

জানা যায়, প্রাজ্ঞ এ আলেমেদ্বীন দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে তিনি হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিক রাজধানীর কর্মিটোলা হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুফতী মুহাম্মাদ তৈয়ব কাসিমী ব্যক্তিগত জীবনে তিন মেয়ে ও দুই ছেলের জনক। তিনি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের সাবেক উস্তাযুল হাদীস ও আল্লামা শাহ আবদুল আযীয রাহিমাহুল্লাহ এর খলিফা। দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি তাফসির, হাদিস, ফিকহ ও ইতিহাস শাস্ত্রে বিশেষ অবদান রেখে গেছেন। তার ইলমের মাহারাত, সুবিন্যস্ত আমল, উন্নত আখলাক ছিলো মুগ্ধ করার মতো।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ