মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দিনাজপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের ৩ মাস করে কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর প্রতিনিধি>

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডসহ প্রত্যেক জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর কলেজর পাশে শাহাবুল আলমের বাড়িতে গাঁজা সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানার এসআই মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।

পরে সেখানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড সহ ১০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দাউদপুর এলাকার আঃ রাজ্জাকের ছেলে শাহাবুল আলম (৩০), দাউদপুর হালুয়া ঘাট এলাকার মোঃ জান্নাতুল ইসলামের ছেলে মোঃ জাহিদ ফেরদৌস (২৭), দাউদপুর মালারপাড়া এলাকার মৃত আমিনুল হকের ছেলে মোঃ ইমরান হোসেন (২৭), দাউদপুর লাউগাড়ী এলাকার মৃত আঃ ফাতড়ার ছেলে মোঃ মামুনুর রশিদ (২৭)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) কলাম ২১ অনুযায়ী আটককৃতদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা শেষে তাদের নবাবগঞ্জ থানায় নেয়া হয়। সেখান থেকে তাদের দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ