বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস ইন্ডিয়ার এজেন্ট ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের জোরালো সমর্থন ভারতীয় আগ্রাসন নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের ছাত্র জনতার মানববন্ধন প্রলোভনের ফাঁদ: 'কেন আমাদের সন্তানরা এত সহজে ধরা দেয়? দেশ গড়ায় কেবল নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চায় ইসরায়েল-যুক্তরাষ্ট্র হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি জেনারেল নির্বাচনের দিনই গণভোটে অটল বিএনপি: ড. মঈন খান

যেভাবে পৃথিবীর সব নেক মানুষের দোয়া পাওয়া যাবে: শায়েখ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়েখ আহমাদুল্লাহ: আমরা সবাই পৃথিবীর নেক মানুষদের দোয়া পেতে চাই। আমরা বুযুর্গদের কাছে গিয়ে দোয়া কামনা করি। নিশ্চয় ব্যক্তিগতভাবে দোয়ার গুরুত্ব রয়েছে। কারণ আল্লাহ তায়ালার নেক বান্দাদের দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু কে নেক বান্দা আর কে নেক বান্দা নয়, আমরা যথাযথভাবে নির্ণয় করতে সক্ষম নই।

আমরা কারো অভ্যন্তরীণ বিষয় জানি না। কে কতটুকু সৎ, তা একমাত্র আল্লাহ জানেন। তবে আশার কথা হলো, কে কতটুকু সৎ তা না জেনেও পৃথিবীর সকল নেক বান্দাদের দোয়া পাওয়ার একটা উপায় রয়েছে। তা হলো, নিজে সৎ হয়ে যাওয়া।

আপনি যদি চান, আপনার জন্য সব আলেম দোয়া করুন, পৃথিবীর সমস্ত নেককার মানুষ দোয়া করুন— তাহলে আপনি নিজে সৎ হয়ে যান; নিজে ভালো হয়ে যান। আপনি যদি নিজে ভাল হয়ে যেতে পারেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সবার দোয়া আপনার জন্য হয়ে যাবে।

কীভাবে স্বয়ংক্রিয়ভাবে সবার দোয়া আপনার জন্য হয়ে যাবে? আমরা সবাই সালাতে আত্তাহিয়্যাতু পড়ি। এর একাংশে রয়েছে,

السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

আমাদের ওপর এবং আল্লাহর সৎ বান্দাদের ওপর শান্তি বর্ষিত হোক।

সুতরাং যত মানুষ পৃথিবীতে সালাত পড়ছেন; বাইতুল্লায়, মদীনায়, মসজিদুল আকসায় ও বড়-ছোট পৃথিবীর সকল মসজিদে যত নারী-পুরুষ ও ভালো-মন্দ মানুষ সালাত পড়ছেন— সকলের দোয়া আপনি প্রাপ্ত হবেন। শর্ত হলো, আপনাকে নেক আমল করতে হবে। কারণ তারা সবাই সৎ বান্দাদের জন্য দোয়া করছেন, অসৎ বান্দাদের জন্য নয়। আপনি সৎ বান্দা হলে আপনিও এই দোয়ায় শামিল হয়ে যাবেন।

পৃথিবীর নেককার বান্দাদের দোয়া পাওয়ার উপায় একেবারে সোজা, নিজে সৎ হয়ে যাওয়া। দুঃখজনকভাবে এই সোজা পদ্ধতিটাই আমাদের কাছে কঠিন মনে হয়। আমরা নিজে সৎ না হয়েও, চুরি-ডাকিতি, মিথ্যা, চোগলখোরি ও সমাজে অশান্তির চেষ্টা করেও নেককার লোকদের দোয়া পেতে চাই। নিজে কোনো আমল না করেও, শুধু হুজুরকে টাকা-পয়সা দিয়ে হুজুরের দোয়া নিয়ে পার পেয়ে যেতে চাই।

পার পেয়ে যাওয়া কি এতই সোজা? যেসব দেশে সামনের দুয়ার দিয়ে কিচ্ছু হয় না, সবকিছু হয় পেছনের দরজা দিয়ে, এসকল দেশের মানুষেরা মনে করে আল্লাহর কাছ থেকেও সামনের দুয়ার দিয়ে মনে হয় কিছু আসবে না; এজন্য তারা পেছনের দুয়ার দিয়ে পার পাওয়ার চেষ্টা করে।

সুতরাং আমল করে জান্নাত লাভের চেষ্টা করুন। নিজে সৎ হয়ে গেলে আল্লাহরে অনুগ্রহ এমনিতেই পেয়ে যাবেন; স্বয়ংক্রিয়ভাবে নেককারদের দোয়া প্রাপ্ত হবেন। এটাই নেককারদের দোয়া পাওয়ার সদর দরজা।

সূত্র: শায়েখ আহমাদুল্লাহর ব্যক্তিগত ওয়েবসাইট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ