সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

রান্নাকারীর প্রশংসা করা উচিত: আরেফ বিল্লাহ ডা. আব্দুল হাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনুবাদ: নোমান আব্দুল্লাহ

শাইখুল ইসলাম তাকি উসমানি রহ বলেন, আমার শায়খ ডা. আব্দুল হাই রহ. একবার ঘটনা শোনান। তিনি বলেন, আমার সাথে এক ব্যক্তি তার স্ত্রীসহ ইসলাহি সম্পর্ক রাখতো। ত একবার তারা আমাকে তাদের বাড়িতে দাওয়াত দিলো। পরে আমি তাদেত বাড়িতে গিয়ে খাবার খেলাম। খাবার খুব সুস্বাদু ছিলো।

তাকি উসমানি রহ. বলেন, আমার শায়খের অভ্যাস ছিলো, খাওয়াদাওয়া শেষ হলে খাবার ও যে রান্না করেছে তার প্রশংসা করতেন। যাতে আল্লাহর শুকরিয়া আদায়ও হয়ে যায় এবং যিনি রান্না করেছে তিনিও খুশি হয়ে যান।

যাইহোক, খাওয়াদাওয়া শেষ হলে উক্ত ব্যক্তির স্ত্রী পর্দার আড়াল থেকে শায়খকে সালাম দিলেন। তখন তিনি বললেন, আপনার রান্না আজ খুব সুস্বাদু হয়েছিলো, তৃপ্তিভরে খেয়েছি। তিনি বলেন, এ কথা বলার পর পর্দার ওপার থেকে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসতে লাগলো। আমি পেরেশান হয়ে গেলাম যে, আমার কোনো কথায় মনঃকষ্ট কষ্ট পেয়ে সে কান্নাকাটি করছে।

আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে? কাঁদছেন কেন? তিনি কোনোরকম কান্না থামিয়ে বললেন, আমার স্বামীর সাথে আমি চল্লিশ বছর ধরে সংসার করছি। অথচ এ দীর্ঘ জীবনে সে কখনো তার মুখ থেকে শুনিনি, "আজ খাবার সুস্বাদু হয়েছে।" আজ আপনার মুখ থেকে তা শুনে আর কান্না ধরে রাখতে পারিনি।

উক্ত ব্যক্তি যেহেতু তার মুরিদ ছিল, তাই তিনি বললেন, এ কেমন কৃপণতা যে কারো একটু প্রশংসা করা যায়না। যাতে তিনি খুশি হয়ে যান। তাই আমাদের উচিত খাওয়াদাওয়ার পর খাবার ও যে রান্না করেছে তার প্রশংসা করা। যাতে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি, যিনি রান্না করেছেন তিনি খুশি হয়ে যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ