বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ডা. আশরাফুলের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে যুব আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ আশরাফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জুলাই) বুধবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ভিন্নমতকে দমানোর জন্য সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচার নির্যাতন থেকে কৃষক শ্রমিক নিরীহ জনতা কেহ রেহাই পাচ্ছে না।ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে মানুষের কল্যাণের কাজ করার চেয়ে ভিন্নমতের মানুষকে দমনে তারা ব্যস্ত হয়ে পড়েছে।

এর অংশ হিসাবে ইসলামী যুব আন্দোলনের নেতা ডাঃ আশরাফুল ইসলামের উপর নেক্কারজনক সন্ত্রাসী করে আহত করে;যা কোন কোন ভাবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তিনি।

জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন সঞ্চালনায় মানববন্ধনে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জব্বার গাজি, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী,সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ