শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাশাসন বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে একদল বিক্ষোভকারী দেশটির প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কাঁদানে গ্যাস ও টিয়ারশেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করলেও বিক্ষোভকারীরা বাসভবনের দিকে অগ্রসর হতে থাকে।

পরে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে।

তিন বছর আগে সাবেক সেনাপ্রধান ওমর আল-বশির দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেন। বৃহস্পতিবার তার তৃতীয় বর্ষপূতি উপলক্ষে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

সামাজিক মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীরা যেন তাদের সংখ্যাবৃদ্ধি করতে না পারে, সে জন্য দু’টি বেসরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশ দেয় সেনা কর্তৃপক্ষ।

তাস্বত্ত্বেও, সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, দুই লাখের বেশি বিক্ষোভকারী সরকারবিরোধী বিক্ষোভে জমায়েত হয়েছিল।

বিক্ষোভের ছবি সরাসরি সম্প্রচার বন্ধে বিভিন্ন আরব চ্যানেল যেমন আল-জাজিরার সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ