শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

তুরস্কে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগীকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেছেন যে দেশটিতে একজন ৩৭ বছর বয়সী রোগীর মধ্যে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গেছে। তিনি এখন আইসোলেশনে আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, আফ্রিকা মহাদেশে এ রোগটির উৎপত্তি হয়েছে। এরপরে এ রোগটি ৫০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে। ওই দেশগুলোতে মাঙ্কিপক্স সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব অঞ্চলে আরও স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে এ বৈশ্বিক সংস্থাটি।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের একজন রোগীর শরীরে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত করা হয়েছে। রোগীর বয়স ৩৭ বছর এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম।’

তিনি আরো বলেন, ওই মাঙ্কিপক্স সংক্রমিত ব্যক্তি আইসোলেশনে আছেন। তার স্বাস্থ্যের উন্নতি-অবনতির বিষয়টি নজদারির মধ্যে রাখা হয়েছে। এখন পর্যন্ত আর কোনো মাঙ্কিপক্স সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

ডব্লিউএইচও-এর হিসাব অনুযায়ী, মে মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মাঙ্কিপক্সে আকান্ত রোগীর সংখ্যা হলো ৩,৪০০ জন। এ রোগে মৃত্যুর হয়েছে মাত্র একজনের। ইউরোপের ওই সকল ব্যক্তিদের মধ্যে এ রোগটি বেশি দেখা গেছে যারা সমকামীতায় অভ্যস্ত। তবে ধারণা করা হচ্ছে, এ বছর প্রথম যে দেশগুলোতে এ রোগটি ছড়িয়েছে সেখানে ১৫,০০-এর বেশি লোক এতে সংক্রমিত হন এবং ৬৬ জন মারা যান।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এ রোগটি এখনও বিপদ সীমার বাইরে যায়নি। তাই জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করা হয়নি। এটা মূলত, সর্বোচ্চ স্তরের সতর্কতা।

সূত্র : রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ