শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

সাংবাদিক জুবায়েরকে গ্রেফতারের নিন্দা জানাল জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ভারতীয় সাংবাদিক মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২৯ জুন) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিকের বিবৃতির বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য ইকোনমিকস টাইমস।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ডুজারিক বলেন, ‘‘সাংবাদিকের লেখা বা টুইট করার কারণে তাকে গ্রেপ্তার করা যায় না। স্বাধীনভাবে সকলকে নিজেদের মত প্রকাশ করতে দেয়া উচিত।’’

জুবায়েরের গ্রেপ্তারের বিষয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি, বিশ্বের যে কোনও জায়গায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জনগণকে স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করার অনুমতি দেওয়া হবে। সাংবাদিকরা স্বাধীনভাবে এবং কোনও হয়রানির হুমকি ছাড়াই নিজেকে প্রকাশ করবে।’’

সাংবাদ সম্মেলনে অবিলম্বে মোহাম্মদ জুবায়েরের মুক্তি দাবি করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। জাতিসংঘ ছাড়াও জুবায়েরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক বেসরকারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

সিপিজের এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী স্টিভেন বাটলার এক বিবৃতিতে বলেন, ‘‘সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের গ্রেপ্তার ভারতে সংবাদপত্রের স্বাধীনতার নিম্নমানকে উন্মোচিত করেছে। যেখানে সরকার সাম্প্রদায়িক ইস্যুতে সংবাদ প্রতিবেদনকারী সদস্যদের জন্য একটি প্রতিকূল ও অনিরাপদ পরিবেশ তৈরি করেছে।’’

জুবায়েরের মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘‘কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে জুবায়েরকে মুক্তি দিতে হবে। তাকে আর কোনো হস্তক্ষেপ ছাড়াই তার সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে।’’

২৭ জুন ভারতীয় সংবাদমাধ্যম অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫এ ধারায় মামলা রুজু করা হয়।

দিল্লি পুলিশ জানায়, ২০২০ সালে দায়ের করা এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুবায়েরকে প্রথমে তলব করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ