বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ই*সরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্দি থাকা এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাখা কাসাম বিগ্রেড। মঙ্গলবার ওই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন।

ওই ভিডিওতে দেখা গেছে যে হিশাম আল-সাইদ নামের ওই ইসরায়েলি একটি বিছানায় শুয়ে আছেন। ওই সময় বন্দির মুখে অক্সিজেন মাস্ক ছিলো। এছাড়া তার পাশে তার ইসরায়েলি আইডি কার্ড দেখা গেছে। এ প্রথম হামাস তাদের হাতে বন্দি এক ইসরায়েলির অবস্থার বিবরণ প্রকাশ করেছে।

সোমবার সংগঠনটির সামরিক শাখা ঘোষণা করেছে যে শত্রুদেশের বন্দিদের মধ্যে একজনের স্বাস্থ্যের অবনতি হয়েছে।

গাজা উপত্যকা শাসন করছে হামাস। তারা চারজন ইসরায়েলিকে আটকে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে দু’জনকে ২০১৪ সালে সমুদ্রতীরবর্তী অঞ্চলে ইসরায়েলি আক্রমণের পরে বন্দি করা হয়েছিল। এছাড়া গাজায় প্রবেশের পর আরও দু’ইসরায়েলিকে আটক করা হয়েছিল। কিন্তু, তাদের কোন পরিস্থিতিতে আটক করা হয়েছে তা জানা যায়নি।

হামাস ইসরায়েলি কারাগারে বন্দি ৪,৬০০ ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলি বন্দিদের অদল-বদল (বন্দি-বিনিময়) করার আশা করছে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি মেডিকেল সূত্রে জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে সামরিক আগ্রাসনের সময় ইসরায়েলি দখলদার বাহিনী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। জেনিন শরণার্থী শিবিরের মোহাম্মদ মারেই (২৫) নামের ওই যুবক ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান।

ইসরায়েলি দখলদার বাহিনী শহর ছাড়ার আগে সেখানকার লোকদের বাড়িতে অভিযান চালিয়ে আরও দু’ফিলিস্তিনিকে আটক করেছে।

সূত্র : রয়টার্স, ইয়েনি শাফাক

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ