শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখর উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন জরুরি -পীর সাহেব চরমোনাই কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনে শাইখুল হাদিস জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের

দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়ল মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম সৌদি আরবের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ১৭০ টিরও বেশি দেশের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

আরব নিউজের মতে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত মদিনা বিশ্ববিদ্যালয়টি ২০১৬ সালে প্রথম বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। কিন্তু এখন বিশ্বের বেশিরভাগ দেশের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার নিজস্ব রেকর্ড ভেঙেছে।

বর্তমানে, মদিনা বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগে ১৭০টি দেশের বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। সৌদি সরকার সারা বিশ্বের শিক্ষার্থীদের মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পূর্ণ বৃত্তি প্রদান করে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের টিউশন, বাসস্থান এবং ভ্রমণের খরচ।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬১ সালে সৌদি সরকারের একটি রাজকীয় ফরমান জারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টি ওয়াহাবি–সালাফি মতাদর্শ ধারণ করে। বিশ্ববিদ্যালয় কেবল মুসলিম পুরুষ শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীয়াহ কুরআন, দাওয়াত বা উসূল আল দ্বীন, হাদীস এবং আরবি বিষয়ে পড়তে পারবে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতোকত্তর ও ডক্টরেট এ তিন শ্রেণীতে শিক্ষাদান ও ডিগ্রী প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় এর শাখা, কলেজ অব শরী'আহ তে ইসলামিক আইন বিষয়ে ক্লাস শুরু করার মাধ্যমে এর প্রথম পাঠ কার্যক্রম শুরু হয়েছিল। যে কোন মুসলিম ব্যক্তি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর থাকার জন্য আনুষঙ্গিক ব্যয়ভার বহন করে। সূত্র: ডেইলি পাকিস্তান ও উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ