শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখর উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন জরুরি -পীর সাহেব চরমোনাই কারাজীবন নিয়ে উর্দুতে দেড় হাজার পৃষ্ঠা লিখেছেন ইবনে শাইখুল হাদিস জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের

পদ্মায় দুই ফেরির সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (১৯ জুন) ভোরে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ আবু তাহের। দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন যাত্রীরা।

দুর্ঘটনার পর দুই ফেরিতে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে।

নিহত ব্যক্তির নাম খোকন। তিনি একটি পিকআপ ভ্যানের চালক। তার বাড়ি ঝালকাঠি জেলায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।

জানা গেছে, পানি বেড়ে যাওয়ায় পদ্মা নদীতে প্রচুর স্রোত ছিল। তীব্র স্রোতের কারণে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির চালকরা নিয়ন্ত্রণ রাখতে না পারলে ফেরি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ফেরি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ফেরিতে থাকা পিকআপ ভ্যানের চালক খোকন ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর দুটি ফেরিই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যানবাহন ও যাত্রীদের নামান।

দুর্ঘটনায় দুটি ফেরিতে থাকায় ১০-১২টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার হাসান আলী বলেন, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করতে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ