সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন তাকওয়ার ছায়ায় মানবসভ্যতার বিকাশ ‘মানুষের ক্ষুধা নিবারণ না করতে পারলে সংস্কার-নির্বাচন ভেস্তে যাবে’ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা ৩ মে’র মহাসমাবেশ সফল করতে বগুড়ায় হেফাজতের মতবিনিময় সভা ২৭ খণ্ডের ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ অনুবাদ করাচ্ছে সরকার ভারতের প্রসিদ্ধ আলেম স্যাইয়িদ আকীল মাজাহিরির ইন্তেকালে জমিয়তের শোক

সবুজ গাছপালার সান্নিধ্যে স্ট্রোকের ঝুঁকি কমে : গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব ব্যক্তি অরণ্য কিংবা ঘন গাছপালা রয়েছে এমন প্রাকৃতিক পরিবেশের ৩০০ মিটারের মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি প্রায় ১৬ শতাংশ কম। স্পেনের একদল গবেষক এমনটাই জানিয়েছেন।

সায়ন্স নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের হাসপাতাল ডেল মার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, হাসপাতাল ডেল মার, কাতালোনিয়ান সরকারের স্বাস্থ্য বিভাগ এবং বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ এর যৌথ গবেষণায় এই ফল পাওয়া গেছে। গবেষণাপত্রটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। এত বলা হয়েছে, স্পেনের কাতালোনিয়ার গবেষকরা ২০১৬-১৭ সালের মধ্যে ৩৫ লাখের বেশি মানুষের চিকিৎসা সংক্রান্ত নথিপত্রের ওপর সমীক্ষা চালিয়ে এই সিদ্বান্তে পৌঁছেছেন।

গবেষক দলের একজন ড. অ্যাভেলেনেদা বলেন, যেসব মানুষ তাদের বাসস্থানে বেশি মাত্রায় সবুজ দ্বারা পরিবেষ্টিত থাকে তাদের স্টোকের ঝুঁকি কম। তার ভাষায়, সবুজ গাছপালা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে উপকারী প্রভাব ফেলে।

গবেষকরা বলছেন, প্রকৃতির পরশ নানা উপায়ে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল রাখতে সহায়তা করে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ও চাপ কমাতে চারপাশে গাছপালা থাকা খুবই জরুরি। পাশাপাশি আশেপাশে বাগান থাকলে মানুষের মধ্যে হাঁটাহাঁটির কিংবা শারীরিক কার্যক্রম করার উৎসাহও বেড়ে যায়, যা শরীর ভালো রাখে। পাশাপাশি, গাছপালা বেশি থাকলে পরিবেশ দূষণের মাত্রা কম থাকে। গবেষকদের দাবি, পরিবেশ দূষণের মাত্রা যত বাড়ে স্ট্রোকের আশঙ্কাও তত বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ