সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭


রাশিয়া দুই লাখ শিশুকে ধরে নিয়ে গেছে : অভিযোগ জেলেনস্কির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই লাখ শিশুকে জোর করে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি দাবি করেছেন, এদের মধ্যে এতিমখানার শিশু, বাবা-মার সঙ্গে থাকা শিশু ও অভিভাবকদের কাছ থেকে দূরে থাকা শিশুও রয়েছে।

গত রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এ ধরনের অপরাধমূলক নীতির মাধ্যমে শুধু মানুষকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে না, যাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের মন থেকে ইউক্রেনকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এই শিশুদের আর কখনও ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে না বলেও আশঙ্কা করছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, যারা এই অপকর্মের জন্য দায়ী, ইউক্রেন তাদের শাস্তি দেবে। শুধু তা-ই নয়, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখিয়ে দেবে, এ দেশ কখনোই জয় করে নেওয়া যাবে না। আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না। আমাদের শিশুরা আগ্রাসী শক্তির সম্পত্তি হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ