শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ইমরান খানের বিরুদ্ধে ১৬ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করেছে ইসলামাবাদের পুলিশ। সরকারবিরোধী আন্দোলনকে ঘিরে লংমার্চের আয়োজন করার পর তার ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

রবিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে জানায়, পিটিআই চেয়ারম্যান ইমরান খান, শাহ মেহমুদ কুরেশি ও আসাদ উমরসহ দলের অন্যান্য সিনিয়র নেতাদের বিরুদ্ধে শনিবার ১৬টি মামলা নথিভুক্ত করেছে ইসলামাবাদ পুলিশ। গত সপ্তাহে দেশের কেন্দ্রীয় রাজধানীতে দলটির আজাদি মার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে এসব মামলা দায়ের করা হয়।

পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব ছাড়াও শিরীন মাজারি, জারতাজ গুল, আলী আমিন গন্ডাপুর এবং রাজা খুররম নওয়াজের নামেও এফআইআর দায়ের রয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আজাদি মার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রসঙ্গত, গত মাসে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। মূলত নিজ দলের প্রায় দুই ডজন সংসদ সদস্যের দলত্যাগের পর ইমরান সরকারের পতন ত্বরান্বিত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানজুড়ে বড় বড় শহরগুলোতে একের পর এক সমাবেশ করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার। এসব সমাবেশে পিটিআই নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ