সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরী বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

মুসলিম তরুণীর সঙ্গে সম্পর্ক থাকায় যুবককে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির মা ও পরিবারের অভিযোগ, মুসলিম এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় ওই যুবককে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ওই তরুণীর ভাই শাহাবুদ্দিন (১৯) ও অপর জন নওয়াজ (১৯)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নিহত ওই যুবকের নাম বিজয় কাম্বলি (২৫)। তিনি ওয়াদি টাউনের ভীমানগরের বাসিন্দা।

বিজয়ের এক বন্ধু জানান, গত সোমবার রাতে রেলওয়ে সেতুর কাছে একদল লোক বিজয়ের ওপর চড়াও হন। তর্কের একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই বিজয় মারা যান।

তিনি বলেন, আমরা বসে কথা বলছিলাম। হঠাৎ কোথাও থেকে এসে তারা হাজির হন। আমাদের সামনে দুজন দাঁড়ান। আমরা তাদের চিনি না। এসেই ওর (বিজয়) উপর হামলা চালান তারা। একজনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, মুসলিম এক তরুণীর সঙ্গে বিজয়ের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার শুরু থেকেই তাদের সম্পর্কের বিরোধিতা করে আসছিল।

এ ঘটনার পর কালাবুর্গি জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ছেলের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই থানায় মামলা দায়ের করেছেন নিহত বিজয় কাম্বলির মা। মামলার এজাহারে ওই তরুণীর বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ করেছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ