সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নয়নকে নিয়ে অশোভন মন্তব্যে মানহানির মামলা খেলেন পাটওয়ারী নতুন নীতিমালা বাস্তবায়নে ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ : আইএসপিএবি দেশ কীভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর: সিইসি গণভোটের বিষয়ে দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার  ইরানে ভয়াবহ খরা, তীব্র পানি সংকটের আশঙ্কা তেহরানে  পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি দিলো জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দল এক সপ্তাহের মধ্যে পরামর্শ জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি সরকারের আহ্বান নতুন প্রজন্মের জন্য 'ধূমপান' সম্পূর্ণ নিষিদ্ধ করল মালদ্বীপ জামায়াত ক্ষমতায় আসলে কওমি ও সুন্নিদের অস্তিত্ব থাকবে না: মহিবুল্লাহ বাবুনগরী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক

অন্ধ্রপ্রদেশে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেলার নাম পরিবর্তনকে কেন্দ্র করে ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অমলাপূরম শহরে এই সহিংস ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নাম পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করে বেশকিছু মানুষ শহরটিতে বিক্ষোভ করছিল। এ সময় স্থানীয় পুলিশ বিক্ষোভে লাঠিচার্জ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভাকারীদের ছোড়া পাথরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪ এপ্রিল তৎকালীন পূর্ব গোদাভারির কিছু এলাকা নিয়ে নতুন জেলা ঘোষণা করে রাজ্য কর্তৃপক্ষ। তখন এই জেলার নাম দেওয়া হয় কোনাসীমা। কিন্তু গত সপ্তাহে রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সেই নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর করার প্রস্তাব করা হয় এবং এতে জনগণের পক্ষ থেকে কোনো আপত্তি আছে কিনা জানতে চাওয়া হয়। ওই প্রস্তাবের বিরোধিতা করে মঙ্গলবার বিক্ষোভ করছিল বেশ কয়েকটি স্থানীয় গ্রুপ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

এরপর বিক্ষোভকারীরা প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপ বিশ্বরুপের বাড়িতে অগ্নিসংযোগ করে। তবে মন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে পুলিশ। মন্ত্রীর বাড়ি ছাড়াও পুলিশের একটি গাড়ি এবং এক শিক্ষাপ্রতিষ্ঠানের একটি বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা।

অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেকাঠোটি সুচরিতা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে এই ঘটনায় পুলিশের ২০ সদস্য আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ