শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

পুরুষ শাখায় হাইয়াতুল উলিয়ার সেরা ১০-এ যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

পরীক্ষার গড় পাসের হার ৭৮.১৪। ছাত্রদের পাশের হার ৮৩.৭০ আর ছাত্রীদের পাশের হার ৬৯.৬৯। এবারের শিক্ষার্থীদের মাঝে মুমতায ৪%, জা:জি: ২০% জায়্যিদ ৩৪%, মাকবুল ২০%, রাসিব ১৮%। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩ % শিক্ষার্থী, এছাড়া পরীক্ষা স্থগিত করা হয়েছে ১% শিক্ষার্থীর।

প্রকাশিত ফলাফলে দেখা যায় পুরুষ শাখায় মেধা তালিকায় ১ম হয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী আতিকুল ইসলাম আল ফাহিম (রোল নং ১৫৭১২, প্রাপ্ত নাম্বার ৯৩১)।

২য় হয়েছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী আব্দুল আজিজ (রোল নং ০১৮২৩, প্রাপ্ত নাম্বার ৯২৩)।

যৌথভাবে ৩য় হয়েছে  জামিয়াতুল আবরার বাংলাদেশ বিভারভিউ বসুন্ধরার মো: খাদিমুল ইসলাম (রোল নং ০৩৭৭৬, প্রাপ্ত নাম্বার ৯১৬) ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুরের মো: সাকিব মাহমুদ (রোল নং ১১৭৫৬, প্রাপ্ত নাম্বার ৯১৬)

যৌথভাবে ৪র্থ হয়েছে, আল জামিয়াতুল ইসলামিয়া বরুড়া, কুমিল্লার মো: এহতেশামুল হক, (রোল নং ০৯৬৮১, প্রাপ্ত নাম্বার ৯১৩) ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুরের মো: শামীম হাসান (রোল নং ১১৭৪৯, প্রাপ্ত নাম্বার ৯১৩)

যৌথভাবে ৫ম হয়েছে, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের, বিরিয়ানি বাজার সিলেটের  মো: আহসান হাবীব নোমান ( প্রাপ্ত নাম্বার ৯১২)  ও জামিয়া মাদানিয়া বারাধারা ঢাকার মো: কামরুজ্জামান ( প্রাপ্ত নাম্বার ৯১২) ।

যৌথভাবে ৬ষ্ঠ হয়েছে ৪ জন। তরা হলেন, আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উ্রলুম ( জামিল মাদরাসা) বগুড়ার মো: তরিকুল ইসলাম। আল - জামিয়া আল ইসলামিয়া পটিয়ার  মো: ফরহাদ । জামিয়া আরাবিয়া বাইতুস সালাম, সেক্টর-২, উত্তরা ঢাকার আরিফ হাসার মারুফ। জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরা, ডিয়াবাড়ীর মো: তাকী উদ্দীন। (তাদের প্রাপ্ত নম্বর ৯১১)।

৭ম হয়েছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার আতাউল করিম রিদওয়ান, ( প্রাপ্ত নম্বর, ৯১০)

৮ম হয়েছে যৌথভাবে আল - জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মো: ইমরাপন ও  জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী, মাদারীপুর শিবচরের মো: আশিকুর রহমান। ( তাদের প্রাপ্ত নম্বর, ৯০৮)

৯ম হয়েছে জামিয়াতু ইব্রাহীম ( আঃ) মাহমুদ নগর ডেমরা ঢাকার মো: মাহমুদুল হাসান ফেরদৌস। ( প্রাপ্ত নম্বর, ৯০৭)

যৌথভাবে ১০ম হয়েছে ৪ জন। তারা হলেন, মোঃ আছিম, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার মোঃ মোশাররফ হোসাইন, একই মাদরাসার খালিদ মুহিউদ্দিন ও জামিয়াতুল মানহাল আল কাওমিয়া উত্তরা, ঢাকার মোঃ তোফোয়েল আহমদ। ( তাদের প্রাপ্ত নাম্বার-৯০৭)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ