মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
প্রাইমারিতে এবার কুরআন শিক্ষক নিয়োগ চূড়ান্ত হোক ন্যায়ের শিরায় আজ বিষধারা প্রবাহিত সাপের কামড়ে প্রাণ গেল ইমামের চট্টগ্রামে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে বিমানবন্দরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই দুই পাইলট। নিহত দুই পাইলট হলেন ক্যাপ্টেন গোপাল কৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে তারা ব্যতীত আর কেউ ছিল না।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ছত্তিশগড়ের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উড্ডয়ন অনুশীলনের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। এ সময় হেলিকপ্টারটিতে কোনো যাত্রী ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে টেক অফ করার পর অদূরে ট্যাক্সিওয়ের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। বিকট শব্দ পেয়ে অনেকেই ছুটে আসেন। উদ্ধারকারী দল দুই পাইলটকে কপ্টার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনার তীব্রতায় হেলিকপ্টারটি দুমড়েমুচড়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ