মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


মসজিদে নববির ঘটনায় ইমরান খানকে গ্রেফতার করা হবে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গেল বৃহস্পতিবার সৌদি আরব সফরে গিয়েই তোপের মুখে পড়েন। তাকে দেখে মসজিদে নববীতেই ‘চোর’ বলে স্লোগান দেয় একদল পাকিস্তানি। গত শুক্রবারই তাদের আটক করার কথা জানায় পাকিস্তানের সৌদি দূতাবাস।

এ ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতাসহ ১৫০ জনের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা হয়েছে। শাহবাজ শরীফকে হেনস্তা এবং ধর্মীয় বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে আজ রবিবার এই মামলা দায়ের হয়েছে।

শাহবাজকে চোর বলে স্লোগান দেওয়ার অভিযোগে মামলা হওয়ার পরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দৃঢ়তার বলেছেন, ‘মদিনার মসজিদে নববি সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার প্রতিনিধিদলের বিরুদ্ধে গুন্ডামি ও স্লোগান দেওয়ায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হবে।’
এক বিবৃতিতে ইমরান খানকে ‘ফিতনা’ হিসেবে অভিহিত করে সানাউল্লাহ বলেন, ‘তাদের ওই কাজের জন্য কোনোভাবেই ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।’

মন্ত্রী বলেন, ‘পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা না করার কোনো যুক্তি নেই। কোনো নাগরিক এ ঘটনায় পদক্ষেপ নিতে এগিয়ে এলে কোনো বাধা দেয়া হবে না। পবিত্র মসজিদে পিএমএল-এন নেতাদের হয়রানি করার জন্য পূর্বপরিকল্পিতভাবে করা হয়েছিল।’

সূত্র : জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ