রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

শাহবাজ শরীফকে ‘অপমানে’র ঘটনায় মদিনায় পাঁচ পাকিস্তানি গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ‘নিয়ম লঙ্ঘন’ ও পবিত্র মসজিদের পবিত্রতাকে ‘অসম্মান’ করার দায়ে মদিনা শরীফে পাঁচ পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার তিনদিনের সফরে সৌদি আরব পৌঁছানোর পর মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে একদল পাকিস্তানি ওমরাহ পালনকারীর তোপের মুখে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা শাহবাজ বিরোধী স্লোগান দিতে থাকেন। পরে তাদের সৌদি কর্তৃপক্ষ গ্রেফতার করে বলে শুক্রবার ইসলামাবাদে সৌদি দূতাবাসের মিডিয়া পরিচালক নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারীদের ‘নিয়ম লঙ্ঘন’ এবং পবিত্র মসজিদের পবিত্রতাকে ‘অসম্মান’ করার দায়ে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে মদিনার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিনের এ সফরে শাহজাইন বুগতি ও মরিয়ম আওরঙ্গজেব ছাড়াও শাহবাজ শরিফের সঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি, মিফতাহ ইসমাইল, খাজা আসিফ, চৌধুরী সালিক হুসেন, ড. খালিদ মকবুল সিদ্দিকী, মহসিন দাওয়ার এবং মাওলানা তাহিরসহ মন্ত্রিসভার সদস্য, শরীক দল ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৫৩ জন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদে থাকা পাকিস্তানি ওমরাহ পালনকারীরা শাহবাজকে দেখে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

অন্য একটি ভিডিওতে, বিক্ষোভকারীদের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং শাহজাইন বুগতির বিরুদ্ধে গালিগালাজ করতে দেখা যায়। এ সময় একজনকে পেছন থেকে বুগতির চুল টানতে দেখা যায়।

পরে ওই ঘটনায় প্রতিক্রিয়ায় একটি ভিডিও বার্তায় মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই ঘটনা একটি ‘নির্বাচিত গোষ্ঠী’ ঘটিয়েছে। বেশিরভাগ পাকিস্তানি পবিত্র মসজিদের পবিত্রতাকে সম্মান করে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আমি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির নাম বলতে চাই না কারণ আমি এই পবিত্র ভূমিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাই না।

এদিকে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় শুক্রবার জেদ্দায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

খবরে বলা হয়, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন। এছাড়াও বাণিজ্য সম্প্রসারণসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ