শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

বেফাক পরীক্ষায় বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা ঈর্ষণীয় সাফল্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় শুরু থেকেই রাজধানীর বাইতুল উলুম ঢালকানগর মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে।

১৪৪৩ হিজরী শিক্ষাবর্ষে ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

এবার কিতাব বিভাগে সর্বমোট ১০২ জন ছাত্রের মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৬৭ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৯৫ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৭ জন।

এ বিষয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মাদ্রাসা বাইতুল উলুম ঢালকা নগরের পরিচালক মুফতি জাফর আহমদ বলেছেন, আমাদের ছাত্ররা প্রতি বছরের ন্যায় এ বছরও মেধার সাক্ষরতা রেখেছে। ভবিষ্যতে ছাত্রদের তালিম তরবিয়তে আরও মজবুতি হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন, ছাত্রদের প্রতিভা দেখে আমি বিস্মিত হই প্রতিনিয়ত। ছাত্ররা পড়তে পড়তে অসুস্থ হয়ে যায়, এরপরও তারা মেহনত চালিয়ে যায়, এমন অসংখ্য নজির আমার চোখের সামনে বিদ্যমান।

শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি ছাত্রদের তায়লিম তরবিয়তের পাশাপাশি সমসাময়িক শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব রাখতে হবে মন্তব্য করেছেন।

বিস্তারিত ফলাফল :

ফযীলত : পরীক্ষার্থী : ২৬ জন।
মেধা তালিকা : ২য় (২ জন) ও ৩য় (২ জন) স্থান অর্জনকারীসহ মোট ২৫ জন, মুমতায : ২৬ জন।

সানাবিয়া উলইয়া : পরীক্ষার্থী ৩৮ জন, মেধাতালিকা : ২১ জন,
মুমতায : ৩৭ জন, জায়্যিদ জিদ্দান: ১ জন।

মুতাওয়াসসিতাহ : পরীক্ষার্থী : ২৫ জন, মেধা তালিকা : ১৫ জন, মুমতায : ২৩ জন, জায়্যিদ জিদ্দান : ২ জন।

ইবতিদাইয়্যাহ : পরীক্ষার্থী : ১৩ জন, মেধাতালিকা : ৬ জন, মুমতায : ৯ জন, জায়্যিদ জিদ্দান : ৪ জন।

হিফযুল কুরআন : পরীক্ষার্থী : ২৭ জন, মেধাতালিকা : ২য় স্থান অর্জনকারী ১ জন এবং ৩য় স্থান অর্জনকারী ২ জন, মুমতায : ২১ জন, জায়্যিদ জিদ্দান : ৫ জন, জায়্যিদ : ১ জন।

সর্বমোট মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছে ৭০ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ