রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব ও নুরুদ্দীন তাসলিম।।

প্রকাশিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হয়। বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

এক নজরে এবছরের মেধা তালিকা -

মারহালা : ফযিলত (বালক) : মেধা তালিকায় ১ম হয়েছেন  মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের মো: আল আমীন, রোল নং ১০৫১২৫ ( প্রপ্ত নম্বর, ৭৬৭)

ফযিলত (বালিকা) : মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলার মাদরাসা গোলাপবাগ ঢাকার কানিজ হাফসা মাইমুনা (প্রাপ্ত নম্বর, ৬৫৪)

সানাবিয়া ‘উলইয়া (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়াতুল আশরাফ ঢাকা নয়ানগর যাত্রাবাড়ীর  আহমাদ জারীর রোল নং ১০৫৮১৬  (প্রাপ্ত নম্বর ৬৮০)

সানাবিয়া ‘উলইয়া (বালিকা) জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার বুশরা জান্নাত ( প্রাপ্ত নম্বর ৬৬৭)

মুতাওয়াসসিতাহ (বালক) :  শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহাঃ আব্দুল্লাহ রাফি, জামিয়া আশরাফিয়া শান্তিধারা নারায়ণগঞ্জের আবু নাসির পাঠান ও মাদরাসা ওমর বিন খাত্তাব রা. মুহাম্মদনগর লবনচরা খুলনার মো. নাহিদুর রহমান  (তাদের প্রাপ্ত নম্বর,  ৬৮৭)

মুতাওয়াসসিতাহ (বালিকা) :  শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার রুতবা মালিক, একই মাদরাসার জুয়াইরিয়া বিনতে যোবায়ের, আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা ঢাকা মারদাসার নুসাইবা বিনতে সায়েম (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮২)।

ইবতিদাইয়্যাহ (বালক): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৫ জন, জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি শিবচর মাদারীপুরের রিয়াজুল ইসলাম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর  নরসিংদীর মোঃ আজাদুর রহমান খান, জামিয়া রাহমানিয়া সওতুল হেরা টঙ্গী মাদরাসার মুহাঃ শামীম হুসাইন. জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুরের সুলাইমান কাজী, আল জামিয়াতুল ইসলামিয়া দরগাবড়ী মাদরাসা নরসিংদীর কাউসার ভূঁইয়া, (তাদের প্রাপ্ত নম্বর,  ৫৯১)

ইবতিদাইয়্যাহ (বালিকা): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৪ জন, দারুল উলুম বালিপাড়া মাদরাসা পিরোজপুরের সুমাইয়া সুলতানা, আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মাহফুজা আক্তার লিজা, একই মাদরাসার জাকিয়া আক্তার, ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা ঢাকার তাসনিম আহমেদ।(তাদের প্রাপ্ত নম্বর,  ৫৮৭)

তাহফিজুল কুরআনের ৭৭ টি গ্রুপে (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) ও  ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত বিভাগে ৪ টি (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

কেএল/ এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ