শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে বালক-বালিকা শাখায় ১ম, ২য়, ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব ও নুরুদ্দীন তাসলিম।।

প্রকাশিত হয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হয়। বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

এক নজরে এবছরের মেধা তালিকা –

মারহালা : ফযিলত (বালক) : মেধা তালিকায় ১ম হয়েছেন মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের মো: আল আমীন, রোল নং ১০৫১২৫ ( প্রপ্ত নম্বর, ৭৬৭)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ আকরাম হুসাইন ও একই মাদরাসার হাসান মুহাম্মদ ভূঁইয়া ( তাদের প্রাপ্ত নম্বর, ৭৬২)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, ঢাকা জেলার দারুল উলুম মাদরাসা ( ১৩ নং বাজার), কাফরুলের মুহাম্মদ সালাহউদ্দীন সিহাব, ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মোঃ লোকমান, একই মাদরাসার মাকসুৃদুর রহমান দোজান (তাদের প্রাপ্ত নম্বর, ৭৬০)।

ফযিলত (বালিকা) : মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলার মাদরাসা গোলাপবাগ ঢাকার কানিজ হাফসা মাইমুনা (প্রাপ্ত নম্বর, ৬৫৪)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার জামিয়া মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা মাদরাসা) পল্লবীর সাদিয়া আফরিন, একই মাদরাসার সাদিয়া রহমান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৪৩)।

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা,  মারিয়া, কিশোরগঞ্জ সদরের আমাতুল্লাহ, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানা ছনটেক, যাত্রাবাড়ীর আয়েশা আখতার, ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা মাদরাসার তাসনিম ফারহাদ, (তাদের প্রাপ্ত নম্বর, ৬৩৯)

সানাবিয়া ‘উলইয়া (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়াতুল আশরাফ ঢাকা নয়ানগর যাত্রাবাড়ীর আহমাদ জারীর রোল নং ১০৫৮১৬ (প্রাপ্ত নম্বর ৬৮০)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানীয়া আরাবিয়া সিদ্ধিরগঞ্জের মোঃ সিফাতুল্লাহ, ফেনী জেলার রামিয়া রশিদিয়া লক্ষীপুরের আম্মার (তাদের প্রাপ্ত নম্বর, ৬৭৮)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ২ জন, ঢাকা জেলার জামিয়া রাহমানিয়া আজিজিয়া বছিলা মুহাম্মদপুরের মোঃ রায়হান খান ও মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের আল শাহরিয়া। (তাদের প্রাপ্ত নম্বর, ৬৭৫)

সানাবিয়া ‘উলইয়া (বালিকা) জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার বুশরা জান্নাত ( প্রাপ্ত নম্বর ৬৬৭)।

২য় স্থান অধিকার করেছেন, যশোর জেলার জামিয়া আশরাফিয়া কওমী মহিলা মাদরাসার সওদা রহমান ( প্রাপ্ত নম্বর ৬৫৫)

৩য় স্থান অধিকার করেছেন ময়মনসিংহ জেলার মিফতাহুল জান্নাত ( মহিলা মাদরাসা) ৫৩ গলগন্ডা মাদরাসার মোছাঃ হানিয়া তাকরিমা (প্রাপ্ত নম্বর, ৬৫৩)

মুতাওয়াসসিতাহ (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহাঃ আব্দুল্লাহ রাফি, জামিয়া আশরাফিয়া শান্তিধারা নারায়ণগঞ্জের আবু নাসির পাঠান ও মাদরাসা ওমর বিন খাত্তাব রা. মুহাম্মদনগর লবনচরা খুলনার মো. নাহিদুর রহমান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮৭)।

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, ঢাকা জেলার মারকাযু ফয়যিল কুরআন আল ইসলামি ঢাকা, দারুস সালাম মাদরাসর নেয়ামতুল্লাহ রিদওয়ান, একই মাদরাসার সাখাওয়াতুল্লাহ সফওয়ান, নারায়ণগঞ্জ জেলার জামিয়া কুরআনিয়া ইমদাদিয়া আলীগঞ্জ মাদরাসার আবির হাসান, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নুর যাত্রাবাড়ী মাদরাসার মোঃ সালিম বিন বোরহান (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮৬)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া দারুল উলুম (দিলুরোড মাদরাসা)এর আবু নাসির, নারায়ণগঞ্জ জেলার জামিয়া রাব্বানীয়া আরাবিয়া সিদ্ধিরগঞ্জের মুহাঃ মুজাহিদুল ইসলাম, ঢাকা জেলার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিবাদাবাদ মাদরাসার আবির হাসান অপু, মাদারীপুর জেলার  জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি, শিবচর মাদরাসার ইসমাঈল ঢালী (তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫)।

মুতাওয়াসসিতাহ (বালিকা) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার রুতবা মালিক, একই মাদরাসার জুয়াইরিয়া বিনতে যোবায়ের, আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা ঢাকা মারদাসার নুসাইবা বিনতে সায়েম (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮২)।

২য় স্থান অধিকার করেছেন ঢাকা জেলার আল-জামিয়াতুল আরাবিয়া ইসলাহুননিসা, সাভারের মোছাঃ মানসুরা (প্রাপ্ত নম্বর, ৬৭৭)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, গাজীপুর জেলার বাবুল জান্নাত মহিলা মাদরাসা সাইটালিয়া শ্রীপুরের হাবিবা খাতুন, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রা. কওমী মহিলা মাদরাসার মোছাঃ মারিজিয়া সুলতানা, ময়মনসিংহ জেলার আল-মাদরাসাতুল ইসলামিয়া লিল বানাত গফরগাঁও-এর ফারজানা ববি, ঝিনাইদহ জেলার জামিয়াতুস সুন্নাহ( বালিকা শাখা) ভুটিয়ারগাতি এর সাদিয়া সুলতানা( তাদেতর প্রাপ্ত নম্বর ৬৭৪)

ইবতিদাইয়্যাহ (বালক): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৫ জন, জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি শিবচর মাদারীপুরের রিয়াজুল ইসলাম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর নরসিংদীর মোঃ আজাদুর রহমান খান, জামিয়া রাহমানিয়া সওতুল হেরা টঙ্গী মাদরাসার মুহাঃ শামীম হুসাইন. জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুরের সুলাইমান কাজী, আল জামিয়াতুল ইসলামিয়া দরগাবড়ী মাদরাসা নরসিংদীর কাউসার ভূঁইয়া, (তাদের প্রাপ্ত নম্বর, ৫৯১)

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৮ জন, নেত্রকোনা জেলার আশরাফুল উলুম মাদরাসার সুতারপুরের মুহাঃ দিদারুল ইসলাম, ঢাকা জেলার বালুর চর ফজলুল উলুম খাদেমুল ইসলাম, কেরাণীগঞ্জ মো: আমজাদ হোসেন, গাজীপুর জেলার জামিয়া ইমদাদিয়া মাদরাসা ও এতিমখানা, নীলেরপাড়া মাদরাসা মো: আলআমীন সরকার, মাদরীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী শিবচরের রিফাত খাঁন, একই মাদরাসার জুনায়েদ আহমেদ খান, নরসিংদী জেলার জামিয়া ইসলামিয়া আরাবিয়া শেখেরচর মাদরাসার মাহদী হাসান একই মাদরাসার সাঈদুল হাসান, ঢাকা জেলার জামিয়া আরাবিয়া হাজী ইউনুস (কওমি) মাদরাসা, পোকার বাজার এর মো: ইয়াকুব হুসাইন (তাদের প্রাপ্ত নম্বর ৫৮৯)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৭ জন, ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মোহাম্মদপুর মো: রিফাত হাসান খান, চাঁদপুর জেলার জামিয়া কোরআনিয়া ইমদাদুল উলুম, ফুলছোঁয়া মাদরাসার মোহা: তাওহিদুল ইসলাম, মাদরীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দী শিবচরের শাহ আলম মাতুব্বর, একই মাদরাসার শাহাদাত হুসাইন শাওকাত, ঢাকা জেলার জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা ঢাকা এর এস এম আরিফ হোসেন মারুফ, নারায়ণগঞ্জ জেলার ইসলাহুল উম্মাহ মাদরাসা, আদমজি, সিদ্ধিরগঞ্জ মাদরাসার মো: ওবায়দুল্লাহ, খুলনা জেলার মাদরাসায়ে ইমাম আবু হানিফা, পূর্ব বানিয়া খামার মাদরাসার মুহাম্মদ আলী গালিব (তাদের প্রাপ্ত নম্বর ৫৮৮)

ইবতিদাইয়্যাহ (বালিকা): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৪ জন, দারুল উলুম বালিপাড়া মাদরাসা পিরোজপুরের সুমাইয়া সুলতানা, আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মাহফুজা আক্তার লিজা, একই মাদরাসার জাকিয়া আক্তার, ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা ঢাকার তাসনিম আহমেদ।(তাদের প্রাপ্ত নম্বর, ৫৮৭)

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩  জন, টাঙ্গাইল জেলার বাগে জান্নাত মহিলা মাদরাসার মোছাঃ মাহবুবা বিনতে রাফি, শরীয়তপুরে জেলার আলহাজ্ব সফুরা বেগম মহিলা মাদরাসার সুমাইয়া, যশোর জেলার জামিয়াতুস সালিহাত ( মাসনা মহিলা মাদরাসা) মারিয়া মুশতারী হিমু, ( তাদের প্রাপ্ত নম্বর ৫৮৫)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৬ জন, গাজীপুর জেলার জামিয়াতুস সালিহাত মহিলা মাদরাসার সুরভী খাতুন, পিরোজপুর জেলার দারুল উলুম বালিপাড়া কওমী মাদরাসা মহিলা শাখার উম্মে হানি বুশরা, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রা. কওমী মহিলা মাদরাসার সাওদা, ঢাকা জেলার দারুস সুন্নাহ মহিলা মাদিরাসা , দুক্ষিণ বাড্ডার মোছাঃ ফাবিহা মেহজাবীন, যশোর জেলা জামিয়া নিয়ামাতিয়া কওমী মহিলা মাদরাসার ও হেফজখানার মোসাঃ ফারহানা আক্তার তিশা,  একই মাদরাসার সাথী আক্তার ( তাদের প্রাপ্ত নম্বর, ৫৮৪)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ