বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকট মোকাবিলায় এবার বিশ্বব্যাংককে পাশে পাচ্ছে শ্রীলঙ্কা। অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য দেশটিকে ৬০ কোটি ডলার দিতে রাজি হয়েছে ব্যাংকটি। এই সহায়তার ৪০ কোটি ডলার দ্রুত ছাড় দেয়ার প্রতিশ্রুতিও শ্রীলঙ্কা সরকারকে দিয়েছে বিশ্বব্যাংক।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতির বরাতে বুধবার এসব তথ্য দিয়েছে আল-জাজিরা। বিশ্বব্যাংক বলছে, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কাকে সহায়তা অব্যাহত রাখা হবে। এই খবরের পর দেশটির স্টক ও কলম্বো অল-শেয়ার ইনডেক্স বেড়েছে ৪ দশমিক এক শতাংশ।

বৈদেশিক মুদ্রার মজুত কমে যাওয়ায় খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। চলতি মাসের শুরুতে আর্থিক সহায়তা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা শুরু করে দেশটি।

এ ছাড়া আরো কয়েকটি দেশ ও বহুজাতিক সংস্থার কাছেও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

ভারত ইতোমধ্যে শ্রীলঙ্কাকে ১৯০ কোটি ডলার দিয়েছে। জ্বালানিসহ নিত্যপণ্য আমদানির জন্য আরো ১৫০ কোটি ডলারের তহবিল পেতে দিল্লির সঙ্গে কথা বলছে কলম্বো।

পাশাপাশি চীনের কাছ থেকে ১০০ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড ঋণ পাওয়ার জন্যও আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।

এদিকে কলম্বোসহ নানা শহরে বুধবারও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। তাদের একমাত্র দাবি, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ