শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া’র মেধা তালিকার শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) বাংলাদেশ এর অধীনে অনুষ্ঠিত ২৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল, ২৪ রমজান) বাের্ডের কেন্দ্রীয় কার্যালয়, জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে এ ফলাফল প্রকাশিত হয়।

এ সময় তানযীমের নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানীসহ আরাে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন ১২৪৪৫ জন ছাত্র। পাসের হার ৭৫.৩৬। মোট পাশের সংখ্যা ৯৩৭৯ জন।

জানা গেছে, এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ হয়েছে ১৯৮৮জন, জায়্যিদ জিদ্দান হয়েছে ২৫০৯ জন, জায়্যিদ হয়েছে ২৪৩৮ জন, মাকবুল হয়েছে ২৪৪৪ জন এবং রাসেব হয়েছে ৩০৬৬ জন শিক্ষার্থী।

এ বছর বিভিন্ন স্তরে সর্বমোট ৬১ হাজারের মত ছাত্র কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

মেশকাত জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ভাটারা, ঢাকার মো: আসাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৪)।

যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, জামেয়া আজিজিয়া আনওয়ারুল উলুম বাংলাহিলি, দিনাজপুরের মো: আব্দুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮) । জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: ইবাদুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৬৮,)

৩য় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুল ফিকরিল ইসলামী বসুন্ধরা, ভাটারা, ঢাকার  মো: আবু সাঈম মাহমুদ, (প্রাপ্ত নম্বর ৬৬৫)।

চাহারম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামি‘আ ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়ার ১ম মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯২)।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার ২য় মো: নাইমুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৭৯)।

যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মাদরাসাতুদাওয়াহ ওয়াল ইরশা তাকওয়া মসজিদ, গংগাচড়া, রংপুরের মো: হা: উমায়ের হাসান, (প্রাপ্ত নম্বর ৬৭৬), জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকার মো: কেফায়েতুল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৭৬) ও মো: আমিনুল ইসলাম (প্রাপ্ত নম্বর ৬৭৬)

শশম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: জামিল হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯১)

দ্বিতীয় স্থান অর্জন করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ, ঢাকা মো: সোলাইমান হোসাইন, (প্রাপ্ত নম্বর ৬৮৯)।

৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম মাদরাসা বসুন্ধরা, ভাটারা, ঢাকার  মো: আবু বকর সিদ্দিক, (প্রাপ্ত নম্বর, ৬৮৮)

হাশতম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়া আরাবিয়া নিউটাউন, দিনাজপুরের মো: মিজানুর রহমান, (প্রাপ্ত নম্বর ৬৮৯)।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের মো: মিনহাজুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৮২) ।

৩য় স্থান অর্জন করেছেন মিয়া ইসলামিয়া দারুল উলুম (লুৎফর রহমান) কওমী মারাসা, তালোড়া, দুপচাঁচিয়া, বগুড়ার মো: কাওছার হাবিব, (প্রাপ্ত নম্বর ৬৭৭)।

নহম জামাতে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, কেরানীগঞ্জ-এর মো: রেজাউল করিম,( প্রাপ্ত নম্বর ৬৯৮) ও মো: মামনুন, (প্রাপ্ত নম্বর ৬৯৮)
রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: তামিম ইকবাল, (প্রাপ্ত নম্বর ৬৯৮) ।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন রহমানিয়া মাদরাসা, বসুন্ধরা এন ব্লক, ঢাকার মো: আনাস ভুঁইয়া, (প্রাপ্ত নম্বর ৬৯৩)।

যৌথভাবে ৩য় স্থান অর্জন করেছেন মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর  মো: আবরারুল হক, (প্রাপ্ত নম্বর ৬৯২) । আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা) মো: নূরুল্লাহ (প্রাপ্ত নম্বর ৬৯২) ও  মো: আবু বকর, (প্রাপ্ত নম্বর ৬৯২)।

দহম জামাতে প্রথম স্থান অর্জন করে মেধা তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম ক্বওমী মাদরাসা মহাদেবপুর নওগাঁর মোস্তাকিম বিল্লাহ, (প্রাপ্ত নম্বর ৬৯৮) ও  মো: মাহদী হাসান, (প্রাপ্ত নম্বর ৬৯৮) এবং  মো: তাশরীফ আল শাহী, (প্রাপ্ত নম্বর ৬৯৮)।

দ্বিতীয় স্থান অর্জন করেছে জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর আমীন মীর, (প্রাপ্ত নম্বর ৬৯৬)। মদিনাতুল উলুম কাওমিয়া মাদরাসা, থানাঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ-এর মো: আবু সালমান, (প্রাপ্ত নম্বর ৬৯৬) । হুসাইনিয়া আজিজুল উলুম কওমী মাদরাসা, টেংরাখালী, বেলকুচি, সিরাজগঞ্জ-এর মো: আরিফুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৬),

৩য় স্থান অর্জন করেছেন ফুলতলা ারুল উলুম মারাসা, জাহাঙ্গীরাবাদ, শাজাহানপুর, বগুড়ার মো: মুজাহিদুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)  প্রাপ্ত নম্বর ৬৯৫, জামেয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম খুকনী, এনায়েতপুর, সিরাজগঞ্জ-এর মো: নাফিস ইকবাল, মদিনাতুল উলুম হাফেজিয়া ইসলামিয়া মাদরাসা, মহেশচন্দ্রপুর, সিংড়ার ৩য় মো: মনিরুল ইসলাম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)। আল জামিয়াতুল করীমিয়া নূরুল উলুম (জুম্মাপাড়া মাদরাসা), রংপুরের আব্দুল কাইয়ুম, (প্রাপ্ত নম্বর ৬৯৫)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ