রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের 'আমাদের নবীজি' গ্রন্থের পাঠ উন্মোচন সোমবার ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ গাজার জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠাল পাকিস্তান সাংবাদিকের ওপর হামলায় দুই রাজনৈতিক দলের নিন্দা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: পীর সাহেব মধুপুর  নৌকাসহ বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’ ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে মুক্তির আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে’ গাজার সংকট নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি রংপুর বিভাগে ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা

মুস’লিম’দের কব’রের জায়গা পাওয়া দুষ্কর যে শহরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

জার্মানির রাজধানী বার্লিন। আলো-আঁধারীর এ শহরে অন্য সব ধর্মের মানুষের মতো বিপুল সংখ্যক মুসলমানের বসবাস। কিন্তু অন্যান্য ধর্মালম্বীদের শেষকৃত্বের পর্যাপ্ত জায়গা থাকলেও মুসলমানদের জন্য কবরের জন্য একটু জায়গা পাওয়া দুষ্কর।

এসকিলাস ক্যারেল নামে মুসলমানদের কাফন-দাফন নিয়ে কাজ করা স্থানীয় এক নাগরিক বলছেন, ‘মুসলিমদের দাফনের জন্য কবর খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে।’

মুসলমানদের জন্য কবরের জায়গা খুঁজে পাওয়ার সমস্যাটি ২০০৮ সাল থেকেই চলে আসছিল। কিন্তু গত কয়েক মাস ধরে এটি তীব্রতর হয়ে উঠেছে। কবরের জন্য কোনো জায়গা অবশিষ্ট্য নেই। তাই বার্লিনে মুসলমানদের কবর দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে’- বলেন, এসকিলাস ক্যারেল।

স্থানীয় নাগরিক কাটজা নেপার্ট একজন ওয়েব ডিজাইনার। নিজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, ‘১০ বছর আগে যখন আমি স্বেচ্ছাসেবক ছিলাম, তখন প্রথম এ সমস্যাটির সম্মুখীন হই। কবর আমাদের প্রিয়জনদের জন্য একটি মৌলিক মানবিক প্রয়োজন। শহরে একটি কবর স্থান খুঁজে না পাওয়া মুসলমানের জন্য একটি কঠিনতর সমস্যা।’

কাটজা নেপার্ট জানান, তিনি এ বিষয়ে প্রচারণা শুরু করেছেন। তারা কিছু সাফল্যও পেয়েছেন, কিন্তু সমস্যা এখনও আছে।

এর আগে তিনি ও তার সহযোগীরা প্রতীকী কফিন কাঁধে নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমে ছিলেন। তাদের এ আন্দোলনের ফলে মুসলমানদের এক হাজার কবরের একটি কবরস্থান তৈরি করার জায়গা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা আর সফলতার মুখ দেখেনি।

এদিকে বার্লিন প্রশাসন জানায়, শহরে মুসলমানদের জন্য ছয়টি কবরস্থান রয়েছে। তবে এগুলোতে নতুন কবর দেয়ার মতো জায়গা অবশিষ্ট্য নেই। যদিও একটি কবরস্থানে অল্পকিছু জায়গা অবশিষ্ট্য আছে, সেটিও শহর থেকে অনেক দূরে।

হতাশা প্রকাশ করে তারা জানান, গত ১০ বছর ধরে সবাই প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু কবরস্থান বরাদ্দের কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। সূত্র: আলআরাবিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ