বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অবস্থা ভয়াবহ: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খারকিভসহ পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে পশ্চিমাদের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লুহানস্কের ৮০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে চলে গেছে বলেও দাবি করেছেন অঞ্চলটির গভর্নর।

বুধবার (২০ এপ্রিল) খারকিভ অঞ্চলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ করে ইউক্রেনীয় সেনারা। পূর্বাঞ্চলীয় এ শহরটির অধিকাংশ এলাকা এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। তবে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়ে সামরিক গ্রেডের রকেট হামলা চালায় ইউক্রেনের সেনারা।

খারকিভের পাশাপাশি দক্ষিণাঞ্চলেও অভিযান জোরদার করেছে রুশ সেনারা। মাইকোলাইভ শহরের কাছাকাছি চলে এসেছে রুশ সেনারা। রাশিয়ার অব্যাহত গোলা হামলার মুখে এরইমধ্যে শহর ছাড়তে শুরু করেছে স্থানীয়রা।

রুশ অভিযান জোরদারের বিষয়টি স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পশ্চিমাদের দেওয়া নতুন লটের সামরিক সহায়তা কিয়েভের হাতে পৌঁছেছে উল্লেখ করে রাশিয়াকে প্রতিহত করতে আরও সাহায্যের আহ্বান জানান তিনি।

জেলনস্কি বলেন, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। দখলদাররা ব্যাপক আকারে অভিযান শুরু করেছে। তবে আমাদের সেনারাও আমাদের মাতৃভূমিকে রক্ষায় বদ্ধপরিকর। আমাদের সেনাদের অস্ত্র সরবরাহে সর্বোচ্চ চেষ্টা করছি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও সামরিক অভিযানের কারণ ব্যাখ্যা করেছেন। তার দাবি, দোনবাসের সাধারণ মানুষকে রক্ষা করতেই ব্যাপক আকারে অভিযান শুরু করেছে রুশ সেনারা। পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশনের (ডব্লিউটিও) নীতি অনুযায়ী, রাশিয়া নতুন কৌশল গ্রহণ করছে বলেও জানান পুতিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ