রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ইসরায়েলের কারাগারে প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কারাগার ও বন্দি শিবিরগুলোতে নারী ও শিশুসহ অন্তত চার হাজার ৪৫০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ১৬০টি শিশু এবং ৩২ জন নারীও রয়েছে।

রোববার (১৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বন্দির মধ্যে ৫৩০ জনকে কোনো অভিযোগ ও বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে। এ ছাড়া বন্দিদের অনেককেই ইসরায়েলের বিভিন্ন আদালতে সাজা দেওয়া হয়েছে।

সামরিক আদালতে শিশুদেরও বিচার করে ইসরায়েল। ২০০০ সাল থেকে ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে বন্দি করা হয়। এদের বেশির ভাগের বিরুদ্ধে ‌‘পাথর নিক্ষেপ’ করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে ১৬০ ফিলিস্তিনি শিশু ইসরায়েলি কারাগারে রয়ে গেছে।

উল্লেখ্য, গত বছর ইসরায়েলের সামরিক বাহিনী প্রায় ৮ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ১৩শ’ শিশু এবং ১৮৪ জন নারী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ