রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

সুইডেনে পবিত্র কোরআন অবমাননা, ইরানের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। একই সাথে সুইডেন সরকারের কাছে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেছে দেশটি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ রোববার বলেন, সুইডিশ সরকারের কাছ থেকে পবিত্র রমজান মাসে কোরআন অবমাননার তাৎক্ষণিক ন্যায়বিচারভিত্তিক প্রতিক্রিয়া আশা করছি। আইআরএনএ।

খতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সুইডেনের লিংকোপিং-এ একটি ডেনিশ বর্ণবাদী গ্রুপ পবিত্র কুরআনের একটি কপি পোড়ানোর দুঃসাহস দেখিয়েছে। বাক স্বাধীনতার অজুহাতে সুইডিশ পুলিশের সুরক্ষায় এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, সুইডেনে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে ইসলাম বিরোধী ধর্ম অবমাননামূলক কাজের পুনরাবৃত্তি করা হল। এটি সুইডেন এবং সারাবিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে।

ইরানের ওই কর্মকর্তা বলেন, ব্লাসফেমি বাক স্বাধীনতার বিপরীতে ঘৃণার একটি সুস্পষ্ট উদাহরণ। যারা সহাবস্থান ও বিশ্বাসের মধ্যে সংলাপে বিশ্বাস করে, এ ঘটনায় তাদের সকলের নিন্দা করা উচিত। কোরআন অবমাননার জন্য সুইডিশ সরকার দায়ী বলে মনে করে ইরান। ইরান আশা করে অবশ্যই সুইডিস সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

সুইডেনে মুসলমানদের সংখ্যা নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই। ২০০০ সালে অনুমানিক ২ লাখ ৫০ হাজার মুসলিম জনসংখ্যার একটি হিসাব সামনে আসে। ২০০৯ সালে একটি মার্কিন প্রতিবেদনে বলা হয়, সুইডেনে সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ মুসলমান রয়েছে। তবে অন্যান্য ইউরোপীয়দের তুলনায় সুইডেনের মুসলমানদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ