রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর নেত্রকোনা-১ আসনে জমিয়তের পক্ষে লড়বেন মুফতি মোস্তাফিজুর রহমান নোমানী নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর অস্ত্রোপচার সফল, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত বক্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি হয়।

আজ দুপুর ৩ টায় তার শরীরে অস্ত্রপচার করা হয়। সফল অস্ত্রপচার শেষে বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ রুমে রয়েছেন। রাত ১০ টা পর্যন্ত এখানেই ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

মাওলানা আইয়ুবীর ছোট ভাই মুফতি মাসউদুর রহমান আইয়ুবীর সঙ্গে ফোনে কথা বলে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৪ সালে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বাম হাতের কনুই থেকে উপরিভাগ ভেঙে যায়। সেখানে স্টিলের পাত প্রতিস্থাপন করা হয়। দীর্ঘ সাত বছর তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এভাবেই চলাফেরা করছিলেন। সম্প্রতি প্রতিস্থাপিত স্টিলের পাতের জায়গায় সংক্রমণ দেখা দেওয়ায় গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করার হয়।

হাসপাতালে ভর্তির সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করে হাতে প্রতিস্থাপিত স্টিলের পাত অপসারণ করেছেন।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর ছোট ভাই মুফতি মাসউদুর রহমান আইয়ুবী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এবং হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ