রবিবার, ২৪ আগস্ট ২০২৫ ।। ৯ ভাদ্র ১৪৩২ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে খেলাফত মজলিসের দাওয়াতী কার্যক্রম উদ্বোধন চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত ময়মনসিংহ-২ আসনে খেজুর গাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা আবু রায়হান মক্কী ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’! ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখা পুনর্গঠন; সভাপতি এহসান, সেক্রেটারি আতহার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় দায়িত্বশীল পুনর্মিলনী সন্ধ্যায় বসছে কমিটি, দেখা যেতে পারে রবিউল আউয়ালের চাঁদ ১৪৮ আসনে জমিয়তের প্রার্থী যারা ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে ফরিদপুরে সতন্ত্রপ্রার্থী মুজাহিদ বেগের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা পেল হাজারো মানুষ

রমজানের দ্বিতীয় জুমায় কানায় কানায় পূর্ণ জাতীয় মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমা আজ শুক্রবার (১৫ এপ্রিল)। রহমতের ১০ দিন শেষে মাগফিরাতের তৃতীয় দিন চলছে।

এদিনে কানায় কানায় পরিপূর্ণ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। মসজিদের বাইরেও ছিল মুসল্লিদের উপস্থিতি।

দুপুর ১২টার আগ থেকেই মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। অনেকে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেন।

নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির রোগ মুক্তি ও মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনেক দূর থেকে বাস, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন মাধ্যমে জাতীয় মসজিদে এসে জুমায় অংশ নেন মুসল্লিরা।

অতিরিক্ত গরমের কারণে নামাজ শেষে মসজিদের আশপাশে বিভিন্ন ভবন কিংবা ছায়াযুক্ত স্থানে গিয়ে মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

তারা জানান, ঢাকা মসজিদের শহর। প্রতিটা গলিতেই মসজিদ। তবে এখানে অনেক বড় জামাত হয়। এত মানুষের ভিড়ে ভালো মানুষ থাকতে পারে। তাদের উছিলায় আল্লাহ যদি ক্ষমা করে দেন।

আরেক মুসল্লি বলেন, রমজানে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ। আজকে পরিবারে সুখ-শান্তি ও দেশের মানুষের শান্তির জন্য দোয়া করেছি। দেশের মানুষের কষ্ট যাতে কমে সেজন্য দোয়া করেছি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ