মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগি: সারা বছর চালু রাখার দাবি ইসলামী চিন্তাবিদদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

নিবার্হী সম্পাদক

ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করছে রেলওয়ে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।

এ  সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ও মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইমরানুল বারী সিরাজী

তিনি বলেছেন, নারী জাতি মায়ের জাতি। তাদের সফরকে সহজ করার জন্য শুধু ঈদ উপলক্ষে নয়, পুরো বছর এ আয়োজন হলে আরো ভালো হবে।

‘আমরা জানি আমাদের দেশের রেল সেবা ব্রিটিশ আমলের নীতি নিয়ে চলছে। ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা ছিল। আমি আশাবাদী রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে সবসময়ের জন্য নারীদের জন্য পৃথক বগির ব্যাবস্থা রাখবেন।

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বলেছেন, ঈদের ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কোচের ব্যবস্থা একটি প্রয়োজনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। এই ব্যবস্থা সব সময়ের জন্য করা জরুরি মনে করছি।

বাসে কিংবা ট্রেনে নারী যাত্রীদের যৌন হয়রানির খবর আমরা প্রায়ই পেয়ে থাকি। সবসময়ের জন্য পৃথক কোচের ব্যবস্থা থাকলে এক্ষেত্রে অনেকাংশে হয়রানি কমে আসবে বলে মনে করি। তবে সেইসাথে তৎসংশ্লিষ্ট আরো ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও দেখা দেবে। তখন সেগুলোর আঞ্জমও কর্তৃপক্ষকে দিতে হবে’।

‘যেসব নারী যাত্রী মাহরাম পুরুষদের সঙ্গে যাতায়াত করবেন, তারা তাদের মাহরাম পুরুষ আত্মীয়ের সঙ্গে আসন নেওয়াই ভালো মনে করি। ইসলামে নারীদের মাহরাম পুরুষদের সঙ্গে নিয়ে চলাফেরার কথা রয়েছে’ বলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ড. মুফতি হুমায়ুন কবির বলেছেন জাহেলী যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম তাদেরকে মর্যাদা প্রদান করেছে। তাদেরকে জীবিত থাকার অধিকার দিয়েছে। তাদের লালন পালনে জান্নাতের সুসংবাদ রয়েছে।

‘ইমাম তিরমিযী বর্ণনা করেন, যারা তিনটি কন্যা বা বোন লালন পালন করবে ও তাদের সাথে সদাচরণ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। অন্য বর্ণনায় দুইজন, একজনের কথাও রয়েছে। হাদিছের মধ্য নারীদেরকে উত্তম সম্পদ ঘোষণা করা হয়েছে। তাই তাদের সম্মান উভয় জগতে ঐশী বাণী দ্বারা নির্ধারিত’।

‘তারা স্বভাবজাত হিসেবে দূর্বল; তাই তাদের প্রতি খেয়াল রাখার বিধান রয়েছে। বর্তমানে পাবলিক স্থানে নারীদের প্রয়োজনে চলা ফেরা করতে হয়। তাই ইসলাম তাদের মর্যাদা ও হেফাজতের জন্য পর্দা করার নির্দেশ দিয়েছে’।

তিনি আরো বলেন, যাতায়াতের অনেক ক্ষেত্রে তারা ইভটিজিং ও ধাক্কাধাক্কির সম্মুখীন হয় যা থেকে সম্ভব মতে নিরাপদ দূরত্ব থাকা প্রয়োজন। বিশেষ করে ঈদে বাড়ি ফেরার সময়। ঈদের সময় সকলে যখন ঘরমুখী হয় তখন ট্রেনে তাদের বিভিন্ন দূর্ভোগ পোহাতে হয়। অন্য ক্ষেত্রে তাদের জন্য পৃথক ব্যবস্থা কঠিন হলেও ট্রেনে তাদের জন্য পৃথক বগী বরাদ্ধ করা তেমন কঠিন ন ‘।

তিনি বলেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবার তাদের জন্য পৃথক বগি বরাদ্ধ করাটি খুবই মানবিক ও প্রশংসার দাবী রাখে। তবে তা যদি সারা বছরের জন্য করা যায় তাদের চলাফেরা অসংখ্য বিব্রতকর অবস্থা মুক্ত হবে। তাদের একাকী সফর নিরাপদ ও আরামদায়ক হব ‘।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ